নয়াদিল্লি, 28 জুলাই : কংগ্রেসের (Congress) অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির (Sonia Gandhi) সঙ্গে সাক্ষাৎ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ সেই বৈঠক সেরে বেরিয়ে আরও একবার জানালেন যে বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে বিরোধীদের ঐক্যের বিষয়টিই আসল ৷ কে মুখ হলেন, সেটা মূল ইস্যু নয় ৷
তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কি 2024 সালে বিজেপির বিরুদ্ধে মুখ হবেন ? এই প্রশ্নের প্রেক্ষিতে মমতার উত্তর, ‘‘আমি তো লিডার নই ৷ আমি তো ক্যাডার ৷’’
আরও পড়ুন :Mamata Banerjee : আমি রাজনৈতিক জ্যোতিষী নই, 2024 নিয়ে মমতা
এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ দশ জনপথে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রায় আধঘণ্টা সেখানে তিনি ছিলেন ৷ বাইরে এসে তিনি জানান, সোনিয়া গান্ধি তাঁকে চা পানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ৷ তাই তিনি এসেছিলেন ৷ তাঁর ও সোনিয়ার বৈঠকে রাহুল গান্ধিও (Rahul Gandhi) ছিলেন বলে জানান মমতা ৷
একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর থেকেই মমতা বন্দ্য়োপাধ্যায় জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছেন ৷ বিজেপি বিরোধী শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা শুরু করেছেন ৷ তাই তাঁর ও সোনিয়া গান্ধির মধ্যে কী আলোচনা হল, তা জানতে উৎসুক সবাই ৷ এই নিয়ে মমতা জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, পেগাসাস, বিরোধীদের ঐক্য নিয়ে আলোচনা হয়েছে এদিনের বৈঠকে ৷ সোনিয়ার সঙ্গে তাঁর বৈঠক ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি ৷
আরও পড়ুন :Mamata Banerjee-Sonia Gandhi : হোপ 24 ; সোনিয়ার বাসভবনে মমতা, বৈঠকে রাহুলও
একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘বিজেপিকে হারাতে সবাইকে এক হতে হবে ৷ আমি একা কেউ নেই ৷ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে ৷’’ এরই প্রেক্ষিতে এদিন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি 2024 সালে বিজেপির বিরুদ্ধে মুখ হবেন ? সেই প্রশ্নের উত্তরেই তিনি বলেন, ‘‘আমি তো লিডার নই ৷ আমি তো ক্যাডার ৷’’