দমদম, 5 ডিসেম্বর: সোমবার দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে গুজরাতে (Gujarat Assembly Election 2022) ৷ আহমেদাবাদে (Ahmedabad) ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ সাধারণ নাগরিকের মতো লাইনে দাঁড়িয়েই ভোট দিয়েছেন তিনি ৷ কিন্তু, ভোটদানের আগে ও পরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই করেছেন 'জনসংযোগ' ! যা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ওয়াকিবহাল মহল বলছে, এই ঘটনা নির্বাচনী বিধিভঙ্গের সমতুল্য ৷ কিন্তু, তারপরও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও পদক্ষেপ করেনি নির্বাচন কমিশন (Election Commission of India) ৷ কেন এমন আচরণ ? দিল্লি যাওয়ার মুখে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) সেই প্রশ্নই করেন এক সাংবাদিক ৷ জবাবে মমতা বলেন, বিশেষ মানুষদের জন্য হয়তো বিশেষ নিয়ম ৷ কিন্তু, এমনটা কখনই হওয়া উচিত নয় ৷ সকলের জন্যই নির্বাচনীবিধি যে সমান হওয়া উচিত, কার্যত সেই বার্তাই দেন মমতা ৷
এবছর জি-20 সম্মেলনের 'প্রেসিডেন্সি' করার বা পরিচালনার দায়িত্ব পেয়েছে ভারত ৷ সেই বৈঠকে যোগদান করতেই সোমবার দিল্লি রওনা দেন মমতা ৷ তার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তখনই তাঁকে গুজরাত বিধানসভা ভোট (Gujarat Poll 2022) নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ জানান, ভোট দিতে এসেও কার্যত 'নির্বাচনী প্রচার' করেছেন নরেন্দ্র মোদি ! এ নিয়ে তাঁর কী বক্তব্য, মমতার কাছে সেটাই জানতে চান তাঁরা ৷ মমতার জবাব, এমনটা কখনই হওয়া উচিত নয় ৷ কিন্তু, তাও তো হচ্ছে ! কেন নির্বাচন কমিশন এ নিয়ে কঠোর পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন তোলেন মমতা ৷