পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mamata Banerjee : গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি মমতার - বাংলার সঙ্গে গোয়ার মিল

মেলালেন তিনি, মেলালেন ৷ গোয়া আর বাংলা, দুই রাজ্যের মানুষের ভালবাসা ফুটবল, মাছ আর সংস্কৃতি ৷ দেশের দুই প্রান্তের রাজ্যকে এক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিশ্রুতি দিলেন সে রাজ্যে নতুন ভোর আনার ৷

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়
গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Oct 29, 2021, 3:17 PM IST

গোয়া, 29 অক্টোবর : 'গোয়েনচি নভি সকাল' (Goenchi Navi Sakal) ৷ অর্থাৎ গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল সন্ধেয় বিশেষ বিমানে তিনি গোয়ায় পৌঁছান ৷ আজ ভোর 5.45 মিনিট নাগাদ গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গোয়ার বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন ৷ তাঁকে অভর্থ্যনা জানান নাফিসা আলি (Nafisa Ali), মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshprabhu) এবং ডেরেক ও ব্রায়েন ৷ নাফিসা এবং মৃণালিনী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ৷

মমতা বলেন, ‘‘আমি গোয়ার ভাই-বোন, চাষি, মৎস্যজীবী গোয়ার ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, পর্যটন শিল্পে যুক্ত মানুষ, খনি অঞ্চলে কাজ করা শ্রমিক সবাইকে ভালবাসি ৷ আমার মনে হচ্ছে আমি ফেলেরিওজির থেকেও বেশি করে গোয়াকে জেনেছি ৷" তিনি জানান, গোয়ায় আসার আগে গোয়া সম্বন্ধে পড়াশোনা করেছেন ৷

গোয়া আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি রাজনীতির জন্য এই প্রথম গোয়ায় আসছি না, এর আগেও এসেছি ৷ 10 বছর আগে কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন আমি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে এসেছিলাম ৷’’ দ্বিতীয়বার, 'মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন' (Mumbai Railway Vikas Corporation, MRVC) প্রতিষ্ঠা করার সময়ও তিনি গোয়ায় এসেছিলেন ৷ এছাড়া রেল লাইনে দুর্ঘটনা প্রতিরোধে কোঙ্কন রেলওয়ের (Konkan Railway) 'দ্য অ্যান্টি কলিশন ডিভাইস মেশিন' (The anti collision device machine) উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা ৷ তবে শুধুমাত্র রাজনৈতিক কারণে এই প্রথম যে তিনি গোয়া এলেন, তা জানান তৃণমূল নেত্রী ৷

আরও পড়ুন : Mamata Banerjee : আমি গোয়ায় আসায় বিজেপি ভয় পেয়েছে : মমতা

বাংলার সঙ্গে গোয়ার তুলনা টেনে মমতা বলেন, ‘‘বাংলার মানুষ মাছ ভালবাসে, আপনারাও মাছ ভালোবাসেন ৷ কিন্তু আপনাদের কাছে যথেষ্ট পরিমাণে সামুদ্রিক মাছ রয়েছে ৷ তাই মৎস্যশিল্প অন্যতম বৃহত্তম শিল্প, কিন্তু তার কোনওরকম সাহায্য বা ভর্তুকি পাচ্ছেন না ৷’’ পাশাপাশি ফুটবলের প্রসঙ্গ তুলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আপনাদের ফুটবল ক্লাব আছে ৷ বাংলারও নিজস্ব ফুটবল ক্লাব আছে প্রতিটা ব্লকে ৷ আমাদের স্লোগান ছিল 'খেলা হবে' ৷ ফুটবল আমাদের হৃদয় ৷ আপনাদের মতো সব খেলাকেই আমরা সম্মান করি ৷ এমন কে আছে, যে গোয়ার ফুটবল জানে না ? ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের নাম শোনেনি এমন কেউ আছে ?’’ গোয়ার সংস্কৃতিরও প্রশংসা করেন তিনি ৷ বাংলার কন্যাশ্রী, সবুজসাথী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প তুলে ধরে মমতার প্রশ্ন, গোয়া কেন এই সুবিধা পাবে না ৷

মমতাকে গোয়ায় বহিরাগত বলে খোঁচা দিয়েছে বিজেপি ৷ সে প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘‘ আমি বহিরাগত নই ৷ আমি গোয়ার মুখ্যমন্ত্রী হব না ৷ কিন্তু একটা সিস্টেম, একটা নীতি, মেকানিজম, দুর্নীতি-মুক্ত সরকার চাই এখানে ৷ আমরা দেখতে চাই গোয়া একটা শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছে ৷ ভবিষ্যতের শক্তিশালী রাজ্য, নভি সকাল ৷ গোয়ার নতুন ভোর ৷’’

ABOUT THE AUTHOR

...view details