গোয়া, 29 অক্টোবর : 'গোয়েনচি নভি সকাল' (Goenchi Navi Sakal) ৷ অর্থাৎ গোয়ায় নতুন ভোর আনার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতকাল সন্ধেয় বিশেষ বিমানে তিনি গোয়ায় পৌঁছান ৷ আজ ভোর 5.45 মিনিট নাগাদ গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে গোয়ার বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, কথা বলেন ৷ তাঁকে অভর্থ্যনা জানান নাফিসা আলি (Nafisa Ali), মৃণালিনী দেশপ্রভু (Mrinalini Deshprabhu) এবং ডেরেক ও ব্রায়েন ৷ নাফিসা এবং মৃণালিনী তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন ৷
মমতা বলেন, ‘‘আমি গোয়ার ভাই-বোন, চাষি, মৎস্যজীবী গোয়ার ট্যাক্সি ড্রাইভার, দোকানদার, পর্যটন শিল্পে যুক্ত মানুষ, খনি অঞ্চলে কাজ করা শ্রমিক সবাইকে ভালবাসি ৷ আমার মনে হচ্ছে আমি ফেলেরিওজির থেকেও বেশি করে গোয়াকে জেনেছি ৷" তিনি জানান, গোয়ায় আসার আগে গোয়া সম্বন্ধে পড়াশোনা করেছেন ৷
গোয়া আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি রাজনীতির জন্য এই প্রথম গোয়ায় আসছি না, এর আগেও এসেছি ৷ 10 বছর আগে কেন্দ্রের রেলমন্ত্রী থাকাকালীন আমি গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উদ্বোধনে এসেছিলাম ৷’’ দ্বিতীয়বার, 'মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন' (Mumbai Railway Vikas Corporation, MRVC) প্রতিষ্ঠা করার সময়ও তিনি গোয়ায় এসেছিলেন ৷ এছাড়া রেল লাইনে দুর্ঘটনা প্রতিরোধে কোঙ্কন রেলওয়ের (Konkan Railway) 'দ্য অ্যান্টি কলিশন ডিভাইস মেশিন' (The anti collision device machine) উদ্বোধন করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা ৷ তবে শুধুমাত্র রাজনৈতিক কারণে এই প্রথম যে তিনি গোয়া এলেন, তা জানান তৃণমূল নেত্রী ৷