কলকাতা, 13 মার্চ : কর্মী প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমানোর প্রস্তাব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee Criticises Center for Their Decision Over EPFO Interest Rate) ৷ উত্তরপ্রদেশে ভোটে জেতায় বিজেপির সরকার সবার জন্য উপহার নিয়ে এসেছে বলে কটাক্ষ করলেন মমতা ৷ এ নিয়ে তিনটি সিরিজে টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে তিনি বলেন, ‘‘বিজেপি নিজের আসল মুখোশ খুলে বেরিয়ে এসেছে ৷’’ সেইসঙ্গে সাধারণ চাকুরিজীবীর সঞ্চয়ে কোপ মারার অভিযোগে কেন্দ্রকে জনবিরোধী এবং কর্মীবিরোধী বলে সমালোচনা করেন মমতা ৷
প্রসঙ্গত, গতকাল গুয়াহাটিতে কর্মী অছি পরিষদের বৈঠকে 2021-22 অর্থবর্ষে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার 8.5 শতাংশ থেকে কমিয়ে 8.1 শতাংশ করার প্রস্তাব পেশ করা হয়েছে ৷ যা অর্থ মন্ত্রকের ছাড়পত্র পেলে কার্যকর হবে ৷ এই পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ভারতের কোটি কোটি চাকুরিজীবীর ৷ কারণ, তাঁদের ভবিষ্যৎ সঞ্চয়ে কোপ বসতে চলেছে ৷ এমনকি নয়া এই সুদের হার গত চার দশকে সবচেয়ে কম ৷ যা নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা ৷
আরও পড়ুন : EPF Interest Rate Decreases : পাঁচ রাজ্যে ভোটের পর প্রথম ধাক্কা, ইপিএফে সুদের হার কমে 8.1 শতাংশ
কংগ্রেস, আপ, শিবসেনা বাম-সহ সব রাজনৈতিক দল অভিযোগ করেছে, 4 রাজ্যের বিধানসভায় জিতে বিজেপির স্বার্থসিদ্ধি হয়ে গিয়েছে ৷ তাই এবার নিজেদের আসল চেহারা দেখাতে শুরু করেছে ৷ আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইটেও একই বক্তব্য উঠে আসে ৷ তিনি লেখেন, ‘‘উত্তরপ্রদেশে জেতার পর, বিজেপি সরকার তাদের উপহার নিয়ে এসেছে ৷ চার দশকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার সবচেয়ে নিচে নামিয়ে নিজেদের আসল চেহারা প্রকাশ করেছে ৷’’