নয়া দিল্লি, 12 জুন : আজ সকালে আগুন লাগে দক্ষিণ দিল্লির একটি কাপড়ের শোরুমে ৷ শনিবার সকালে লাজপত নগর সেন্ট্রাল অঞ্চলের এই জামাকাপড়ের দোকানে আগুন লাগে বলে জানিয়েছেন দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকরা ৷
আরও পড়ুন : বারামুল্লাতে পুড়ে ছাই 16টি বাড়ি, প্রশ্নের মুখে প্রশাসন