পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Mahua Moitra: এথিক্স কমিটির কাছে ঘুষ নেওয়ার অভিযোগ খারিজ করে জয়ের বিরুদ্ধেই দায় চাপালেন মহুয়া ! - তৃণমূল কংগ্রেস

Mahua Moitra Dismisses Bribery Charge: ঘুষ নিয়ে প্রশ্ন করার ইস্যুতে বৃহস্পতিবার লোকসভার এথিক্স কমিটির সামনে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র ৷ সেখানে মহুয়া তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন ৷ বরং সব দায় চাপিয়েছেন আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের উপর ৷

Mahua Moitra
Mahua Moitra

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 4:04 PM IST

Updated : Nov 2, 2023, 4:50 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র বৃহস্পতিবার তাঁর বিরুদ্ধে ওঠা ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ খারিজ করে দিয়েছেন লোকসভার এথিক্স কমিটির সামনে ৷ সূত্র মারফত এই খবর পাওয়া গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে যে মহুয়া সংসদীয় কমিটির কাছে দাবি করেছেন যে তিনি আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ৷ সেই কারণেই ওই আইনজীবী তাঁর শত্রুতা করতে এই উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ করেছেন ৷

এথিক্স কমিটির বৈঠকে ভিডি শর্মা-সহ কয়েকজন বিজেপি সদস্য মহুয়াকে অভিযোগের মূল অংশের জবাব দিতে বলেন ৷ কারও ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ না করার কথা বলেন ৷ সেই সময় কংগ্রেসের এন উত্তম কুমার রেড্ডি এবং বিএসপি-র দানিশ আলি-সহ কিছু বিরোধী সাংসদের সমর্থন পেয়ে যান মহুয়া ৷ সূত্রের খবর, লোকসভার এথিক্স কমিটির সামনে তাঁর জবানবন্দির একটি বড় অংশ ছিল আইনজীবী দেহদ্রাইয়ের সম্পর্কে ৷ ওই আইনজীবীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তাঁকে দোষারোপ করা হচ্ছে বলেও তিনি জানান ৷

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে লোকসভায় ঘুষ নিয়ে প্রশ্ন করার অভিযোগ তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ তিনি জানান যে আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই তাঁকে এই বিষয়ে জানিয়েছেন ৷ এই বিষয়ে তিনি চিঠি লেখেন লোকসভার সাংসদ ওম বিড়লাকে ৷ তার পর বিষয়টি চলে যায় লোকসভার এথিক্স কমিটির কাছে ৷

মহিয়ার বিরুদ্ধে অভিযোগ, তিনি লোকসভায় ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে প্রশ্ন করেছেন ৷ লোকসভার লগ-ইনের তথ্য়ও দিয়েছেন ওই ব্যবসায়ীকে ৷ মহুয়া ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও লগ-ইনের তথ্য দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন ৷ দর্শন হিরানন্দানিকে তিনি ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ৷ সেই কারণে ওই তথ্য দিয়েছিলেন ৷ এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল না ৷

মহুয়ার অভিযোগ, তিনি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বারবার সংসদে সরব হন বলেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ করা হচ্ছে ৷

আরও পড়ুন:'রাতে কার সঙ্গে কথা', ব্যক্তিগত প্রশ্নে এথিক্স কমিটির মিটিং থেকে বেরিয়ে গেলেন মহুয়া

Last Updated : Nov 2, 2023, 4:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details