দিল্লি, 11 ফেব্রুয়ারি : লোকসভায় স্বাধীকার ভঙ্গের ইশুতে নিজের অবস্থানে অনড় মহুয়া মৈত্র৷ টুইটারে পর পর তিনটি টুইট করে নিজের মনোভাব বৃহস্পতিবার তুলে ধরলেন কৃষ্ণনগরের সাংসদ৷ টুইট করে পালটা চ্যালেঞ্জ ছুঁড়লেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে৷ তিনি লিখেছেন, ‘‘সত্যিকারের সাহস দেখাক ট্রেজারি বেঞ্চ এবং পারলে কৃষি আইন বাতিল করতে প্রস্তাব আনুক৷’’
এবারের বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র কড়া ভাষায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন৷ আর বিভিন্ন ইশুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন৷ আর তা করতে গিয়েই তিনি টেনে আনেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নাম৷
সংসদের নিয়ম অনুযায়ী, এই ভাবে উচ্চ পদমর্যাদার কোনও সম্মানীয় ব্যক্তির নাম করে আক্রমণ করা যায় না৷ এই নিয়ে সোমবারই মহুয়ার বিরুদ্ধে স্বাধীকারভঙ্গের নোটিস দেওয়ার পরিকল্পনা করেছিল সরকার৷ কিন্তু পরে সরকার সেখান থেকে পিছু হঠে৷ কারণ, রঞ্জন গগৈ এখন আর উচ্চ পদমর্যাদার নন৷ মহুয়া মৈত্রও পরে জানিয়েছিলেন যে তিনি আসলে সামগ্রিক ভাবে বিচার ব্যবস্থার বিরুদ্ধে বলতে চেয়েছিলেন৷