মুম্বই, 13 মে:মহারাষ্ট্র পেতে চলেছে 1.5 কোটি কোভিশিল্ড ৷ সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা নিজে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে এই প্রতিশ্রুতি দিয়েছেন ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানিয়ে বলেছেন, 20 মে-র পরে আসছে এই কোভিড টিকা ৷
বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য বৈঠক করে মহারাষ্ট্রের মন্ত্রিসভা ৷ সেই বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, "সেরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালা 20 মে-র পর মহারাষ্ট্রে 1.5 কোটি কোভিশিল্ড পাঠাবেন বলে মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দিয়েছেন ৷ এই টিকা পেয়ে গেলেই আমরা 18-44 বছর বয়সিদের টিকাকরণ শুরু করে দেব ৷"