পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Maharashtra Political Crisis : মহাসংকটে উদ্ধবের সরকার, বিদ্রোহী একনাথ-সহ একাধিক বিধায়ক - মহা বিকাশ আগাড়ি সরকার

মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে জোট করে সরকারে রয়েছে শিবসেনা (Shiv Sena) ৷ মঙ্গলবার আচমকাই উদ্ধব ঠাকরের (Maharashtra CM Uddhav Thackeray) দলে বিদ্রোহ তৈরি হয়েছে ৷ যা নিয়ে আরব সাগরের তীরে তৈরি হয়েছে রাজনৈতিক সংকট ৷

maharashtra-cm-uddhav-thackeray-faces-challenges-due-to-sudden-political-crisis
Maharashtra Political Crisis : মহাসংকটে উদ্ধবের সরকার, বিদ্রোহী একনাথ-সহ একাধিক বিধায়ক

By

Published : Jun 21, 2022, 3:07 PM IST

Updated : Jun 21, 2022, 4:41 PM IST

মুম্বই (মহারাষ্ট্র), 21 জুন : আচমকাই মহারাষ্ট্রে তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা (Political Crisis In Maharashtra) ৷ সংকটে পড়ে গিয়েছে সেখানকার মহা বিকাশ আগাড়ি সরকার (MVA Government) ৷ মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের (Maharashtra CM Uddhav Thackeray) সরকারের মন্ত্রী একনাথ শিন্ডে-সহ একাধিক বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁরা সুরাটে রয়েছেন ৷

কিন্তু সেখানে ঠিক কতজন বিধায়ক রয়েছেন, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ৷ একটি সূত্রের খবর মোট 11 জন বিধায়ক সুরাটে রয়েছেন ৷ আবার অন্য একটি মহলের খবর, মহারাষ্ট্রে বিদ্রোহী বিধায়কের সংখ্যা 35 ৷ এই পরিস্থিতিতে বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা (Shiv Sena) উদ্ধব ঠাকরে ৷

অন্যদিকে এই ইস্যুতে মুখ খুলেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (NCP Chief Sharad Pawar) ৷ শিবসেনা, কংগ্রেসের (Congress) সঙ্গে তাঁর দলও উদ্ধবের সরকারে শরিক ৷ তিনি জানিয়েছেন যে এটা শিবসেনার অন্দরের বিষয় ৷ ওই দল যে সিদ্ধান্ত নিক, তাঁরা শিবসেনার সঙ্গেই থাকবেন ৷

গতকাল, সোমবার মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচন ছিল ৷ ওই নির্বাচনে বিজেপির প্রার্থী জিতে যায় ৷ শিবসেনার 11 জন বিধায়কের বিরুদ্ধে ক্রস ভোটিংয়ের অভিযোগ ওঠে ৷ আর তার পরই বিধায়কদের একটা অংশ সুরাটে চলে যান ৷

দিনকয়েক আগে মহারাষ্ট্র থেকে রাজ্যসভার একটি অতিরিক্ত আসনে জয় ছিনিয়ে এনেছিল বিজেপি ৷ তার পর থেকেই ওই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা জল্পনা চলছিল ৷ যা সোমবার রাতের পর থেকে বৃদ্ধি পেয়েছে ৷

স্বাভাবিকভাবেই তাই অভিযোগের তির বিজেপির দিকে ৷ মহারাষ্ট্রের সরকার ফেলার চক্রান্ত বিজেপি করছে বলে অভিযোগ উঠেছে ৷ যদিও বিজেপির তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

এখন দেখার শিবসেনা এই সংকট সামাল দিতে পারে কি না ! নাকি মহারাষ্ট্রের পরিণতিও মধ্যপ্রদেশ-কর্নাটকের মতো হবে ৷

আরও পড়ুন :Maharashtra Political Crisis : শিবসেনায় কোন্দল, বিদ্রোহী মন্ত্রীকে পদ থেকে সরালেন উদ্ধব

Last Updated : Jun 21, 2022, 4:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details