মাদুরাই, 25 অগস্ট:ট্রেনের বগিতে ভয়াবহ আগুন ৷ রেলসূত্রে খবর, শনিবার ভোরে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কারশেডে একটি বগিতে আগুন লাগে ৷ এই বগিটিতে বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ দক্ষিণ রেলওয়ে একটি বিবৃতিতে জানিয়েছে, ওই বগিটি প্রাইভেট ছিল ৷ তাতে নিয়ম-বিরুদ্ধ উপায়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেখান থেকেই আগুন ধরেছে ৷ এই দুর্ঘটনায় ফের ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে ৷
দক্ষিণ রেলওয়ে বিবৃতিতে জানিয়েছে, শনিবার, 26 অগস্ট ভোর 5.15 মিনিটে ট্রেনের বগিতে আগুন ধরে ৷ স্টেশনে কর্তব্যরত এক আধিকারিক ঘটনাটি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হয় ৷ দমকল কর্মীরা দ্রুত এসে আগুন নিভিয়ে দেয় ৷
এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থলে দমকল পৌঁছয় 5.45 মিনিটে ৷ 7.15 মিনিটে আগুন পুরোপুরি নেভানো হয় ৷ এতে আশপাশের বগিগুলির কোনও ক্ষতি হয়নি ৷ রেলের বিবৃতি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত কোচটি 25 অগস্ট 16730 নম্বর পুনালু-মাদুরাই এক্সপ্রেসর সঙ্গে যুক্ত ছিল ৷ এই প্রাইভেট বগিটি পরে সেই ট্রেন থেকে আলাদা করে মাদুরাই স্টেবলিং লাইনে স্থাপন করা হয় ৷
প্রাথমিক অনুসন্ধানে জানা গিয়েছে, বেআইনিভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া হচ্ছিল ৷ সেই সিলিন্ডার বিস্ফোরণ হয়ে বগিতে আগুন ধরেছে ৷ যাত্রীরা আগুন দেখে নিজেরাই প্রাণ বাঁচাতে তড়িঘড়ি বগিটি থেকে বেরিয়ে আসে ৷ সূত্রের খবর, প্রাইভেট পার্টির বগিটি 17 অগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করে ৷ আগামিকাল 27 অগস্ট 16824 নম্বর কোল্লাম-চেন্নাই এগমোর অনন্তপুরী এক্সপ্রেসে ওই বগিটির চেন্নাই পৌঁছনোর কথা ছিল ৷ ওই বগিটিতে থাকা ব্যক্তিরা চেন্নাই থেকে লখনউ ফেরার পরিকল্পনা করেছিলেন ৷
আরও পড়ুন: ট্রেনে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুন! মৃত প্রায় 9 দাবি পুলিশের; ভিন্ন মত রেলের
বগি বুক করতে হলে তা আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে করতে হয় ৷ সেখানে নির্দেশিকায় স্পষ্ট করে বলা আছে, গ্যাস সিলিন্ডার এবং অন্য কোনও রকম দাহ্য পদার্থ বগিতে নিয়ে যাওয়া যাবে না ৷ পার্টি বগিগুলি একেবারেই যাত্রী পরিবহণে, সামাজিক কারণে ব্যবহৃত হয় ৷ তাই এক্ষেত্রে নিরাপত্তাজনিত প্রোটোকলগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ এদিকে বগিতে কীভাবে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়া সম্ভব হল, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷ 2 জুন ওড়িশার বালাসোরে তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষ এবং তারপর বগি উলটে যাওয়ার ঘটনা ঘটে ৷ তাতে প্রাণ হারান 290 জনেরও বেশি মানুষ ৷