পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Prabhakaran is Alive: এলটিটিই সুপ্রিমো প্রভাকরণ জীবিত, তামিল-পন্থী নেতার দাবি ঘিরে হইচই

পাঝা নেদুমরান বলেছেন, লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (Liberation Tigers of Tamil Eelam) বা এলটিটিই সুপ্রিমো ভেলুপিল্লাই প্রভাকরণ বেঁচে রয়েছে ৷ তিনি শীঘ্রই শ্রীলঙ্কায় তামিলদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরিতে তাঁর পরিকল্পনা ঘোষণা করবেন ।

Velupillai Prabhakaran
Velupillai Prabhakaran

By

Published : Feb 13, 2023, 2:02 PM IST

থাঞ্জাভুর/চেন্নাই (তামিলনাড়ু), 13 ফেব্রুয়ারি: এলটিটিই (LTTE) নেতা ভি প্রভাকরণ (Velupillai Prabhakaran) বেঁচে রয়েছেন, এমনই দাবি করেছেন তামিল ন্যাশনালিস্ট পার্টির (Tamil Nationalist Party) প্রতিষ্ঠাতা পাঝা নেদুমরান (Pazha Nedumaran) ৷ তিনি জানিয়েছেন, পরিবারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রয়েছে প্রভাকরণের ৷ অথচ 2009 সালের মে মাসে শ্রীলঙ্কার গৃহযুদ্ধে (Sri Lankan Civil War) তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল ৷ তাই নেদুমরানের দাবি ঘিরে শোরগোল পড়েছে ৷

যদিও নিজের দাবিতে অনড় পাঝা ৷ তাঁর দাবি, প্রভাকরণের বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হয়েছে ৷ তিনি ওই এলটিটিই নেতার জীবিত থাকার খবর প্রকাশ্যে আনার পর এই নিয়ে বিভ্রান্তি দূর হবে ৷ তামিলনাড়ুর থাঞ্জাভুর থেকে সংবাদমাধ্যমের কাছে এই দাবি করলেও তামিল ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা প্রভাকরণ কোথায় রয়েছেন, তা নিয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকার করেছেন ৷ এখানে উল্লেখ করা প্রয়োজন, নেদুমরান প্রভাকরণের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ৷ তিনি একাধিকবার ভান্নির জঙ্গলে ওই জঙ্গিনেতার সঙ্গে দেখাও করেছেন ৷

আপাতত প্রশ্ন উঠছে, যে এত বছর পর কেন প্রভাকরণকে নিয়ে এই দাবি করলেন নেদুমরান ? তিনি জানিয়েছেন, শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থান হয়েছে ৷ যার ফলে রাজাপক্ষেদের শাসনের অবসান ঘটেছে ভারতের প্রতিবেশী ওই দ্বীপরাষ্ট্রে ৷ আর প্রভাকরণের জন্য প্রকাশ্যে আসার এটাই অনুকূল পরিবেশ ৷ তিনি তিনি প্রকাশ্যে এসে তামিল ইলম ও তামিলদের মুক্তির জন্য তাঁর পরিকল্পনা ঘোষণা করবেন ৷ এই ইস্যুতে সারা বিশ্বের উচিত প্রভাকরণের পাশে দাঁড়ানো ৷

তামিল ন্যাশনালিস্ট পার্টির প্রতিষ্ঠাতা পাঝা নেদুমরান

এই নিয়ে প্রকাশিত এক বিবৃতিতে তামিল-পন্থী ওই নেতা বলেছেন, "এলটিটিই যতদিন শক্তিশালী ছিল, ততদিন ভারত বিরোধী শক্তিগুলি দ্বীপরাষ্ট্রে পা ফেলতে পারেনি ৷ প্রভাকরণ ভারতের বিরুদ্ধে শত্রুতামূলক কোনও কিছু করতে না দেওয়ার বিষয়ে তাঁর সংকল্পে অটল ছিলেন । এখন চিন (China) ভারত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী উপস্থিতির দিকে ঝুঁকছে, যা ভারতের জন্য বিপজ্জনক । বেজিং শ্রীলঙ্কাকে ভারতের বিরুদ্ধে লঞ্চপ্যাডে পরিণত করছে । তাই নয়াদিল্লির এই বিষয়টিকে বিবেচনা করা উচিত এবং সেই অনুযায়ী পদক্ষেপ করা উচিত ।"

এখন দেখার নেদুমরানের দাবি আদৌ কতটা সঠিক ! কিন্তু তিনি প্রকাশ্যে এলে তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে ৷ কারণ, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে ৷ তার মধ্যে অন্যতম দু’টি হল - রাজীব গান্ধির হত্যার (Rajiv Gandhi Assassination) ষড়যন্ত্র করা ও 1996 সালে কলম্বোতে বিস্ফোরণ (Colombo Blast) ঘটানো ৷ কলম্বো বিস্ফোরণে তাঁকে 200 বছরের সাজা শুনিয়ে রেখে সেখানকার হাইকোর্ট ৷ আর ভারতের মাদ্রাজ হাইকোর্ট রাজীব গান্ধি হত্যায় মৃত্যুদণ্ড দিয়েছে প্রভাকরণকে ৷

আরও পড়ুন:2 মাস পর শ্রীলঙ্কায় ফিরলেন প্রাক্তন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ

ABOUT THE AUTHOR

...view details