পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শীঘ্রই মহুয়াকে সরকারি বাংলো ছাড়তে বলুন, কেন্দ্রকে চিঠি লোকসভার আবাসন কমিটির - লোকসভার আবাসন কমিটি

Mahua Moitra: শীঘ্রই মহুয়া মৈত্রকে সরকারি বাংলো ছাড়তে বলার জন্য, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠাল লোকসভার আবাসন কমিটি ৷

Mahua Moitra
মহুয়া মৈত্র

By PTI

Published : Dec 12, 2023, 6:16 PM IST

নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সবে গত শুক্রবার ৷ এ বার শীঘ্রই সরকারি বাংলো ছাড়তে বলা হতে পারে মহুয়া মৈত্রকে ৷ তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়েছে লোকসভার আবাসন কমিটি ৷ সূত্রের খবর, মহুয়াকে বাংলো থেকে বের করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷

'নগদ ও উপহার ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন'কাণ্ডে লোকসভা থেকে সদস্যপদ খারিজ হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ এ বার তিনি যাতে তাঁর সরকারি বাসভবন দ্রুত ছেড়ে দেন, সে বিষয়ে তৎপর হয়েছে লোকসভার আবাসন কমিটি ৷ তাদের দাবি, তৃণমূল নেত্রীকে তাঁর বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিক কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ৷ এই মর্মে মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে আবাসন কমিটি ৷

জানা গিয়েছে, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক মহুয়া মৈত্রের টেলিগ্রাফ লেনের বাড়িটি খালি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ বিশেষ সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে ৷ সংসদে প্রশ্ন করার জন্য নগদ ও উপহার নেওয়ার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তাঁকে এভাবে বহিষ্কারের নিন্দা করে মহুয়া মৈত্র একে সালিশি সভার সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন ৷

495 পাতার রিপোর্ট গত শুক্রবার লোকসভায় জমা দেয় এথিক্স কমিটি ৷ সেই রিপোর্ট পড়ে দেখার জন্য তৃণমূল ও বিরোধীরা সময় চাইলেও, সেই সময় তাদের দেওয়া হয়নি ৷ সে দিনই মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা ৷ এই ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি ৷

উল্লেখ্য, বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে নগদ ও উপহার গ্রহণের বিনিময়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রশ্ন করেছেন মহুয়া মৈত্র ৷ সেই অভিযোগের ভিত্তিতেই ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট জমা দেয় সংসদের এথিক্স কমিটি ৷ (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. সাংসদ পদ খারিজের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূলের মহুয়া মৈত্র
  2. সেই আট তারিখেই সাংসদ পদ খারিজ 'দু পয়সার সাংবাদিক' বলা মহুয়ার; ঔদ্ধত্যের পতন, তোপ অগ্নিমিত্রার
  3. লোকসভায় রিপোর্ট পেশ করল এথিক্স কমিটি, সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া

ABOUT THE AUTHOR

...view details