নয়াদিল্লি, 12 ডিসেম্বর: সাংসদ পদ থেকে বহিষ্কৃত হয়েছেন সবে গত শুক্রবার ৷ এ বার শীঘ্রই সরকারি বাংলো ছাড়তে বলা হতে পারে মহুয়া মৈত্রকে ৷ তাঁকে বাংলো ছাড়ার নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রককে চিঠি পাঠিয়েছে লোকসভার আবাসন কমিটি ৷ সূত্রের খবর, মহুয়াকে বাংলো থেকে বের করার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ৷
'নগদ ও উপহার ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন'কাণ্ডে লোকসভা থেকে সদস্যপদ খারিজ হয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ৷ এ বার তিনি যাতে তাঁর সরকারি বাসভবন দ্রুত ছেড়ে দেন, সে বিষয়ে তৎপর হয়েছে লোকসভার আবাসন কমিটি ৷ তাদের দাবি, তৃণমূল নেত্রীকে তাঁর বাংলো খালি করে দেওয়ার নির্দেশ দিক কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক ৷ এই মর্মে মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে আবাসন কমিটি ৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক মহুয়া মৈত্রের টেলিগ্রাফ লেনের বাড়িটি খালি করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে ৷ বিশেষ সূত্র মারফৎ এই খবর জানা গিয়েছে ৷ সংসদে প্রশ্ন করার জন্য নগদ ও উপহার নেওয়ার অভিযোগে এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে শুক্রবার মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয় ৷ তাঁকে এভাবে বহিষ্কারের নিন্দা করে মহুয়া মৈত্র একে সালিশি সভার সিদ্ধান্ত বলে কটাক্ষ করেছেন ৷