পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

LPG price hiked : মধ্যবিত্তের হেঁসেলে টান, দাম বাড়ল রান্নার গ্যাসের - এলপিজি সিলিন্ডার

ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম ৷ বিগত 7 মাসে 140 টাকা দাম বাড়ল ভর্তুকি বিহীন এবং ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের ৷

এলপিজি সিলিন্ডার
এলপিজি সিলিন্ডার

By

Published : Aug 18, 2021, 1:53 PM IST

নয়া দিল্লি, 18 অগস্ট : দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ এলপিজি সংস্থা ভর্তুকি যুক্ত এলপিজি সিলিন্ডারের (domestic LPG cylinder) দাম বাড়াল 25 টাকা ৷ আর এই দাম বাড়ার ফলে দিল্লিতে ভর্তুকি-বিহীন (non-subsidized) 14.2 কেজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে 859.50 টাকা ৷ 17 অগস্ট থেকে এই দাম কার্যকর হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : একদিনে 40 শতাংশ বাড়ল সংক্রমণ, সামান্য বাড়ল মৃত্যু

সূত্র অনুযায়ী, গত 7 মাসে এলপিজি সিলিন্ডারের রিফিলের দাম 140 টাকা বেড়েছে ৷ প্রথম 4 ফেব্রুয়ারি এলিপিজি গ্যাসের দাম বাড়ে 25 টাকা ৷ এরপর 15 ফেব্রুয়ারি 50 টাকা দাম বেড়েছিল ৷ 25 ফেব্রুয়ারি আর 1 মার্চ প্রতি বার 25 টাকা দাম বাড়ে গ্যাস সিলিন্ডারের ৷

31 মার্চ তেল কোম্পানিগুলি আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার সঙ্গে সঙ্গে সিলিন্ডারের দাম 10 টাকা করে কমায় ৷ তবে 1 জুলাই ফের এলপিজি সিলিন্ডারের দাম 25.50 টাকা বেড়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details