নয়াদিল্লি, 22 ডিসেম্বর: দেশে ফিরছে কোভিড বিধি ৷ করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে দুশ্চিন্তা শুরু হয়েছে ৷ দেশে মিলেছে চিনের সাব-ভ্যারিয়্যান্ট ৷ বৃহস্পতিবার সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা সাংসদদের মাস্ক পরে আসার আর্জি জানালেন ৷ পাশাপাশি কোভিড বিধিনিষেধ মেনে চলার কথাও বলেন তিনি (Om Birla over Corona Infection) ৷ ইতিমধ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷
বৃহস্পতিবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ওমিক্রনের সাবভ্যারিয়্যান্ট বিএফ.7-এর হদিশ পাওয়া গিয়েছে দেশের তিনটি জায়গায় ৷ গুজরাতে দু'জনের এবং ওড়িশায় একজনের করোনা সংক্রমণে এই নতুন ভ্যারিয়্যান্ট পাওয়া গিয়েছে বলে খবর ৷ আর এই প্রজাতির হানায় বিধ্বস্ত চিন৷ হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ আর তা নিয়ন্ত্রণে জারি হয়েছিল জিরো-কোভিড নীতি ৷ এই নীতিতে চিনের সাধারণ নাগরিকদের প্রতিদিনের জীবনে গতিবিধি নিয়ন্ত্রিত হয়েছিল ৷ কার্যত ফের গৃহবন্দি হয়ে গিয়েছিল জনসাধারণ ৷ তার বিরুদ্ধে শি জিনপিং সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে মানুষ এবং তা ভয়াবহ আকার নেয় ৷ জিরো কোভিড বিধি আলগা করতে বাধ্য হয় চিনের কমিউনিস্ট সরকার ৷ সবদিক দিয়ে বোঝাই যাচ্ছে ভারতের জন্য এই ভ্যারিয়্যান্ট যথেষ্ট দুশ্চিন্তার কারণ ৷