নয়াদিল্লি, 29 নভেম্বর:সংসদে শীতকালীন অধিবেশন (Winter Session of parliament) শুরুর দিনই পাশ হল কৃষি আইন প্রত্যাহার বিল (Govt introduces Farm Laws Repeal Bill 2021) ৷ এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিলটি পেশ করেন ৷ বিরোধীরা এই নিয়ে আলোচনার দাবি জানালেও তাতে রাজি হয়নি সরকার ৷ আলোচনা ছাড়াই ধ্বনিভোটে পাশ হয়ে যায় বিলটি ৷
তবে শুধু আইন প্রত্যাহার (farm laws repeal) নয়, কৃষি উৎপাদনে ন্যূনতম সহায়ক মূল্য (Minimum support price) নিয়ে আইন আনার ব্যাপারে চাপ দিয়েছে বিরোধীরা ৷ আজ সংসদে উপস্থিত থাকার জন্য দলীয় সাংসদদের উদ্দেশে হুইপ জারি করে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেস ৷
শুক্রবারই রাজ্যসভার সাংসদদের হাতে তিনটি কৃষি আইন প্রত্যাহার বিস (Farm Laws Repeal Bill 2021) তুলে দেওয়া হয় ৷ গত এক বছর ধরে বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন হাজার হাজার কৃষক । বেশ কয়েকটি কৃষক সংগঠন এমএসপি আইনের দাবি তুলেছে ৷
আরও পড়ুন: PM skips All-Party Meet : শীতকালীন অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠকে নেই মোদি, তৃণমূলের নজর 10 বিষয়ে
শীতকালীন অধিবেশন শুরুর আগে রবিবার সর্বদলীয় বৈঠকেও কৃষি আইন প্রত্যাহার বিলের প্রসঙ্গ তোলে কংগ্রেস ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বৈঠকে অনুপস্থিত থাকায় অসন্তোষ প্রকাশ করে রাজ্যসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, "আমরা আশা করেছিলাম যে, প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত থাকবেন এবং আমাদের সঙ্গে কিছু শেয়ার করবেন ৷ আমরা কৃষি আইন নিয়ে আরও কিছু জানতে চাইতাম, কারণ এই আইন পরে অন্য কোনও রূপে ফিরে আসতে পারে এমন কিছু সম্ভাবনা রয়েছে ৷"