পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Logo of Opposition Alliance: মুম্বইয়ের বৈঠকেই হতে পারে 'ইন্ডিয়া' জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন - লোগো উন্মোচন

মুম্বইয়ে আসন্ন বৈঠকেই বিজোপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন হতে পারে। এর আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, মুম্বইয়ের বৈঠক থেকেই আগামীর রণকৌশল স্থির হবে ৷ আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক ৷

Etv Bharat
জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন

By

Published : Aug 20, 2023, 10:51 PM IST

মুম্বই, 20 অগস্ট:আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক হতে চলেছে ৷ আর রবিবার সূত্র মারফৎ জানা গেল, সেই বৈঠকেই বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন হতে পারে। এর আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, মুম্বইয়ের বৈঠক থেকেই আগামীর রণকৌশল স্থির হবে ৷ কোন ফরমুলায় রাজ্যে রাজ্যে জোটের সঙ্গীরা আসন সমঝোতা করে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তাও ঠিক হতে পারে সেই বৈঠক থেকেই ৷

26টি অবিজেপি রাজনৈতিক দলের প্রায় 80 জন নেতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে, 26টি দল এই জোটের অংশ রয়েছে ৷ আরও কয়েকটি দল দু'দিনের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও সূত্রের খবর ৷ সূত্রের দাবি, 'ইন্ডিয়া' জোটের লোগোটি আগামী 1 সেপ্টেম্বর দিনব্যাপী আলোচনা শুরুর আগে উন্মোচন করা হতে পারে।

ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স যার সংক্ষিপ্ত নাম 'ইন্ডিয়া' ৷ বিজেপি বিরোধী এই ফ্রন্টের অন্তর্ভুক্ত 26 টি দলের নেতারা চব্বিশের লোকসভা নির্বাচনে বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-কে চ্যালেঞ্জ করার জন্য কার্যত প্রস্তুত ৷ যদিও বিজেপি এই জোটকে সেবাবে গুরুত্ব দিতে নারাজ ৷ তবে জোট সঙ্গীরা বারবারই জানাচ্ছে, তাদের এই 'ইন্ডিয়া' জোট দেখে ভয় পেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তাই বারবার তিনি নিজেই আক্রমণ শানাচ্ছেন জোটের বিরুদ্ধে ৷

প্রসঙ্গত, এই বিরোধী জোটের প্রথম বৈঠক হয়েছিল জুন মাসে পটনায় এবং দ্বিতীয়টি গত মাসে বেঙ্গালুরুতে। সূত্রের খবর, পাঁচটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি-সহ ইন্ডিয়া ফ্রন্টের নেতারা আগামী 31 অগস্ট সন্ধ্যা ছ'টার আগেই মুম্বইয়ে পৌঁছে যাবেন । শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে 31 অগস্ট শহরতলির মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে আগত বিশিষ্ট ব্যক্তিদের জন্য নৈশভোজের আয়োজন করবেন বলেও জানা গিয়েছে। পরদিন ওই একই স্থানে বৈঠক অনুষ্ঠিত হবে বলে খবর ৷ বৈঠকের পর আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনও করবেন জোটের নেতৃত্ব ৷ তারপরে একটি সংবাদ সম্মেলন হবে, তারা জানিয়েছে।

আরও পড়ুন: 'আমাদের থেকে সেরাটা প্রাপ্য অগণিত ভারতবাসীর', ওয়ার্কিং কমিটিতে অন্তর্ভুক্ত হয়ে বললেন শশী

অন্যদিকে জানা গিয়েছে, মুম্বই প্রদেশ কংগ্রেস বিরোধী নেতাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে ৷ সূত্রের খবর, 1 সেপ্টেম্বর বৈঠকের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি মুম্বইয়ের রাজ্য কংগ্রেস সদর দফতর তিলক ভবনেও যেতে পারেন। মহারাষ্ট্র কংগ্রেসের কার্যকরী সভাপতি নাসিম খান জানিয়েছেন, বৈঠক যাতে সফল হয় তা নিশ্চিত করতে শারদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং অশোক চহ্বান-সহ সমস্ত মহা বিকাশ আঘাডি (এমভিএ) নেতারা একাধিক পরিকল্পনা ইতিমধ্যেই স্থিক করে রেখেছেন ৷ তিনি বলেন, “হোটেলে আগমনের পর সকল নেতাদের রীতি মেনে স্বাগত জানানো হবে। প্রস্তুতির অংশ হিসেবে সব নেতা নিয়মিত বৈঠক করছেন ৷”

ABOUT THE AUTHOR

...view details