মুম্বই, 20 অগস্ট:আগামী 31 অগস্ট এবং 1 সেপ্টেম্বর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠক হতে চলেছে ৷ আর রবিবার সূত্র মারফৎ জানা গেল, সেই বৈঠকেই বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের আনুষ্ঠানিক লোগো উন্মোচন হতে পারে। এর আগে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার জানিয়েছিলেন, মুম্বইয়ের বৈঠক থেকেই আগামীর রণকৌশল স্থির হবে ৷ কোন ফরমুলায় রাজ্যে রাজ্যে জোটের সঙ্গীরা আসন সমঝোতা করে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে তাও ঠিক হতে পারে সেই বৈঠক থেকেই ৷
26টি অবিজেপি রাজনৈতিক দলের প্রায় 80 জন নেতা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর মুম্বইয়ে 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। বর্তমানে, 26টি দল এই জোটের অংশ রয়েছে ৷ আরও কয়েকটি দল দু'দিনের এই বৈঠকে যোগ দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও সূত্রের খবর ৷ সূত্রের দাবি, 'ইন্ডিয়া' জোটের লোগোটি আগামী 1 সেপ্টেম্বর দিনব্যাপী আলোচনা শুরুর আগে উন্মোচন করা হতে পারে।
ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স যার সংক্ষিপ্ত নাম 'ইন্ডিয়া' ৷ বিজেপি বিরোধী এই ফ্রন্টের অন্তর্ভুক্ত 26 টি দলের নেতারা চব্বিশের লোকসভা নির্বাচনে বর্তমান ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)-কে চ্যালেঞ্জ করার জন্য কার্যত প্রস্তুত ৷ যদিও বিজেপি এই জোটকে সেবাবে গুরুত্ব দিতে নারাজ ৷ তবে জোট সঙ্গীরা বারবারই জানাচ্ছে, তাদের এই 'ইন্ডিয়া' জোট দেখে ভয় পেয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর তাই বারবার তিনি নিজেই আক্রমণ শানাচ্ছেন জোটের বিরুদ্ধে ৷