নয়াদিল্লি, 15 ডিসেম্বর: প্রায় 900 পাকিস্তানি-সহ 5 হাজার 477 জন বিদেশি নাগরিক দিল্লিতে (Delhi) অবৈধভাবে বসবাস করছেন ! অথচ, পুলিশ তাঁদের অবস্থান সম্পর্কে অবগত নয় ! এই ব্যক্তিদের নাকি খুঁজেই পাওয়া যায় না ! এমনটাই দাবি সংশ্লিষ্ট সূত্রের ৷ অথচ আগামী বছর রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে জি20 সম্মেলন (G20 Summit) ৷ তাই নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor of Delhi) বিনয় কুমার সাক্সেনা (Vinai Kumar Saxena) পুলিশ কমিশনার সঞ্জয় অরোরাকে বিশেষ নির্দেশ দিয়েছেন, যাতে অবিলম্বে এই অনুপ্রবেশকারীদের (Infiltrators living in Indian Capital) চিহ্নিত করে গ্রেফতার করা যায় ৷ এর জন্য শীঘ্রই দিল্লির প্রতিটি জেলায় সমীক্ষার কাজ শুরু করবে দিল্লি পুলিশ (Delhi Police) ৷ খোঁজ নেওয়া হবে প্রত্যেকটি এলাকার বাসিন্দাদের ৷
সূত্রের খবর, লেফটেন্যান্ট গভর্নরের নির্দেশ পাওয়ার পরই তৎপর হয়েছেন পুলিশ কমিশনার ৷ সংশ্লিষ্ট ডিসিপিদের নিজের নিজের জেলায় অনুপ্রবেশকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন তিনি ৷ বস্তুত, দিল্লিতে এই মুহূর্তে কতজন বাংলাদেশি এবং রোহিঙ্গা রয়েছেন, তার প্রকৃত পরিসংখ্যান পুলিশের কাছেই নেই ! পরের বছর মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতের নানা প্রান্তে অনুষ্ঠিত হবে জি20 সম্মেলনের একাধিক বৈঠক ৷ তার আগে সমস্ত অনুপ্রবেশকারীকে খুঁজে বের করা এবং তাঁদের পাকড়াও করা পুলিশের কাছে বিরাট চ্যালেঞ্জ ৷