নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় বাজেট পেশের 1 সপ্তাহ পর ফের একবার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ৷ আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বুধবার জানান রেপো রেট 25 বেসিস পয়েন্ট বেড়ে (RBI Raises Repo Rate by 25 Basis Points) হল 6.5 শতাংশ ৷ উল্লেখ্য, চলতি অর্থবর্ষে গত মে মাস থেকে এনিয়ে মোট 6 বার রেপো রেটে বদল আনল দেশের শীর্ষ ব্যাঙ্ক ৷ মে মাস থেকে রেপো রেট মোট 250 বেসিস পয়েন্ট বৃদ্ধি পয়েছে ৷ ফলে নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার ফের উর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে (Lending May Get Costlier) ৷
এদিন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস দ্বি-মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন ৷ তিনি বলেন, "মুদ্রানীতি নির্ধারণের যে কমিটি রয়েছে, তার সদস্যদের সংখ্যাগরিষ্ঠের সমর্থনে পলিসি রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে ৷ সেই সঙ্গে মুদ্রাস্ফীতি দিকেও নজর রাখা হবে ৷" গভর্নর জানিয়েছেন, প্রাক-অতিমারির পরবর্তী পরিস্থিতিকে মাথায় রেখে রেপো রেট 6.5 শতাংশ রেখেছে মুদ্রানীতি নির্ধারণের সংক্রান্ত কমিটি ৷ তবে, রেপো রেট বাড়ার ফলে এবার ঋণ নেওয়ার ক্ষেত্রে সুদের বোঝা ফের বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞমহল ৷