পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার - leander paes

অ্যাংলো-ইন্ডিয়ান অধ্যুষিত গোয়ায় পেজের মত হেভিওয়েটকে দলে টেনে সেখানে সংখ্য়াগুরু মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা ৷ লিয়েন্ডার যে এমনটি করবেন সেটা কাকপক্ষীও টের পায়নি ৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে একাধিক নাম শোনা গেলেও সেই তালিকায় লিয়েন্ডার ছিলেন না ৷

leander Paes joins TMC
তৃণমূলে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

By

Published : Oct 29, 2021, 1:16 PM IST

Updated : Oct 29, 2021, 2:46 PM IST

পানাজি, 29 অক্টোবর : গোয়া সফরে গিয়ে সবচেয়ে বড় চমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আন্তর্জাতিক খ্য়াতিসম্পন্ন টেনিস তারকা তথা অলিম্পিকসে পদকজয়ী লিয়েন্ডার পেজ শুক্রবার যোগ দিলেন তৃণমূলে ৷ ক্রীড়াজীবনের শেষে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি ৷ এর আগে একাধিক ক্রীড়াব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিয়ে সাংসদ-বিধায়ক হলেও পেজের মত আন্তর্জাতিক মঞ্চ কাঁপানো ক্রীড়াবিদের তৃণমূলে যোগদান এই প্রথম ৷

রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, পেজকে দলে টেনে এক ঢিলে অনেক পাখি মারলেন তৃণমূল সুপ্রিমো ৷ খেলার জন্য বছরভর গোটা বিশ্বে ঘুরলেও পেজের শিকড় কিন্তু কলকাতায় ৷ মাইকেল মধুসূদন দত্তের বংশধর তিনি ৷ কলকাতার সাউথ ক্লাব থেকেই তাঁর টেনিসে হাতেখড়ি ৷ তাঁর বাবা প্রাক্তন অলিম্পিয়ান ভেস পেজ কলকাতারই বাসিন্দা ৷ সময় পেলেই বাবার কাছে ছুটে আসেন লিয়েন্ডার ৷ তাই পেজের সঙ্গে বাংলার আবেগ জড়িয়ে ওতপ্রোতভাবে ৷ আবার পেজ থাকেন গোয়ায় ৷ তিনি একজন অ্যাংলো-ইন্ডিয়ান ৷ অ্যাংলো-ইন্ডিয়ান অধ্যুষিত গোয়ায় পেজের মত হেভিওয়েটকে দলে টেনে সেখানে সংখ্য়াগুরু মানুষের মন জয় করার চেষ্টা করলেন মমতা ৷

লিয়েন্ডার যে এমনটি করবেন, সেটা কাকপক্ষীও টের পায়নি ৷ তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে একাধিক নাম শোনা গেলেও সেই তালিকায় লিয়েন্ডার ছিলেন না ৷ তৃণমূলে যোগ দিয়ে এদিন লিয়েন্ডার বলেন, "আমি যখন প্রথম টেনিস ব়্যাকেট হাতে তুলে নিই তখন দিদি কেন্দ্রের ক্রীড়ামন্ত্রী ৷ উঠতিদের তুলে ধরতে তিনি খুব সাহায্য করতেন ৷ আজ 30 বছর পর আমি টেনিস থেকে অবসর নিলেও রাজনীতির মধ্যে দিয়ে দিদির মত ইয়ং লেডির হাত শক্ত করতে চাই ৷ আমি খুশি দিদি আমায় সুযোগ দেওয়ায় ৷ গোয়ায় আমার ঘর, জন্মেছি বাংলায় ৷ তবে গণতন্ত্রে কে কোন রাজ্য়ের সেটা কোনও বিষয নয় ৷ দেশ সেবাই আমার লক্ষ্য ৷"

প্রত্য়াশামত এদিন তৃণমূলে যোগ দেন প্রাক্তন মিস ইন্ডিয়া নাফিসা আলি ৷ এদিন গোয়ায় যোগদান পর্বে অন্যান্য়দের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভায় তৃণমূলের নেতা ডেরেক ও'ব্রায়েন ৷

Last Updated : Oct 29, 2021, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details