পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Kailash Satyarthi on Child Freedom : সিকি শতাব্দী পর শোষণ থেকে মুক্ত হবে দেশের শিশুরা, আশাবাদী কৈলাশ সত্যার্থী

তিনি ভারতে শিশুশ্রমিক বিরোধী আন্দোলনের পুরোধা ৷ তাঁর হাত ধরে ইতিমধ্যে বহু শিশু শ্রমিক অবস্থা থেকে মুক্তি পেয়েছে ৷ বাকিরাও পাবে, এমনকি দেশের শেষ শিশুটিও শিক্ষা, বেঁচে থাকার অন্য সব সুযোগ পাবে বলে আশ্বস্ত করলেন নোবেলজয়ী কৈলাশ সত্যার্থী (Kailash Satyarthi on Child Freedom) ৷

By

Published : May 3, 2022, 2:27 PM IST

Chil Labour Activist Kailash Satyarthi
শিশুশ্রমিক আন্দোলনের নেতা কৈলাশ সত্যার্থী

ওয়াশিংটন, 3 মে :দেশের শেষ শিশুটিও সুরক্ষিত, মুক্ত এবং শিক্ষিত হবে ৷ তবে 2047 নাগাদ ৷ একটি সংবাদসংস্থায় সাক্ষাৎকার দিতে গিয়ে এমন ভবিষ্যদ্বাণী করলেন নোবেল পুরস্কারপ্রাপক তথা সমাজসেবী কৈলাশ সত্যার্থী ৷ তিনি আশ্বাস দিলেন, নরেন্দ্র মোদি সরকারের আমলেও শিশু শ্রমিকদের বিরুদ্ধে দারুণ লড়াই চলছে, যা আগের থেকে অনেক ভাল অবস্থায় রয়েছে (Last child in India will be safe and educated by 2047, says Kailash Satyarthi) ৷

তিনি বলেন, "2047-এর মধ্যে ভারতের শেষতম শিশুটিও স্বাধীন, নিরাপদ, শিক্ষিত এবং সব ধরনের সুরক্ষা, সুযোগ পাবে ৷ আমি নিশ্চিত এটা হবে ৷" সত্যার্থী বাইডেন প্রশাসনের সঙ্গে একাধিক শান্তি বৈঠকে অংশ নিতে এখানে এসেছিলেন ৷ নোবেলজয়ী বলেন, "মহাত্মা গান্ধির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সমাজের শেষ মানুষটির কথা বলি ৷ আশা করি, ভারত এটা পারবে ৷ 2047 পর্যন্তও অপেক্ষা করতে হবে না ৷ তার আগেই হয়ে যাবে ৷" তাঁর মতে, উত্তরপ্রদেশ বা বিহার বা দক্ষিণ ভারতের প্রত্যন্ত গ্রামের গরিব ঘরের এবং সমাজের একেবারে নিচুতলার কোনও একটি মেয়ে যেদিন স্কুলে যাওয়ার স্বাধীনতা পাবে ৷ তার স্বপ্নগুলো পূরণের সুযোগ পাবে, সেদিন ভারত পুরোপুরি স্বাধীন হবে ৷

আরও পড়ুন : শিশুদের জন্য বিশ্বব্যাপী টাস্কফোর্স গঠনের দাবি কৈলাশ সত্যার্থীর

2047-এ ভারত স্বাধীনতার একশো বছর পূর্ণ করবে ৷ এই প্রসঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি কী, তার উত্তর দিচ্ছিলেন সত্যার্থী ৷ এবছর ভারত স্বাধীনতার 75 বছর পূরণ করছে ৷ 'আজাদি কা অমৃত মহোৎসব' পালন করছেন ভারতীয়রা এবং প্রবাসী ভারতীয়রাও ৷ আগের থেকে ভারত শিশু শ্রমিক আন্দোলনে অনেক এগিয়েছে ৷ উদাহরণস্বরূপ কৈলাশ জানালেন, দেশে আইন আছে, যাতে 14 বছর পর্যন্ত কোনও কিশোর বা বাচ্চাকে কোনওভাবে শ্রমিকের কাজে লাগানো যাবে না ৷ আর 18 বছর অবধি কেউ কোনও ঝুঁকিপূর্ণ কাজ করবে না ৷ যদিও তিনি স্বীকার করে নেন, আইন থাকলেও তা কার্যকর করাটা চ্যালেঞ্জের এবং সমস্যাজনক হয়ে ওঠে ৷ তবে "আমাদের কাছে ভাল আইন আছে", আত্মবিশ্বাসী কৈলাশ সত্যার্থী ৷

কোভিড প্যানডেমিক সমগ্র সভ্যতার শুধুমাত্র স্বাস্থ্য বা অর্থনৈতিক সঙ্কট ডেকে এনেছে, বাচ্চারা এর সবচেয়ে বড় ভুক্তভোগী ৷ তাদের সমস্যাগুলো যদি গুরুত্ব এবং জরুরি ভিত্তিতে বলা না হয়, তাহলে লক্ষ লক্ষ বাচ্চা ক্রীতদাসে পরিণত হবে ৷ বহু সংখ্যক শিশুশ্রমিককে পাচার করাও হতে পারে ৷ লক্ষ লক্ষ বাচ্চা স্কুল ছাড়তে বাধ্য হবে, আশঙ্কা প্রকাশ করলেন শিশুশ্রমিক বিরোধী আন্দোলনের পুরোহিত কৈলাশ সত্যার্থী ৷

ABOUT THE AUTHOR

...view details