নয়াদিল্লি, 27 মে : লাক্ষাদ্বীপে নয়া যে বিতর্কিত নীতি নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ লাক্ষাদ্বীপের প্রশাসক প্রফুল খোডা প্যাটেল যে নির্দেশিকা জারি করেছেন, তা ভিন্নমত পোষণকারীদের শাস্তি দেয় এবং তা গণতন্ত্রকে দুর্বল করে বলে দাবি করেছেন তিনি ৷
মোদিকে লেখা চিঠিতে রাহুল লিখেছেন, "কম অপরাধের কেন্দ্রশাসিত অঞ্চলে উন্নয়ন ও আইনশৃঙ্খলা বজায় রাখার নামে শাস্তিবিধানের যে কঠোর বিধির প্রস্তাব দেওয়া হয়েছে, তা ভিন্নমত পোষণকারীদের শাস্তি দেয় এবং গণতন্ত্রের তৃণমূল স্তরকে দুর্বল করে ৷" রাহুলের কথায়, "প্রশাসক নির্বাচিত প্রতিনিধি বা জনগণের সঙ্গে কথা না-বলে আচমকা কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন ৷ এই স্বেচ্ছাচারী কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন লাক্ষাদ্বীপের মানুষ ৷"