সোমনাথ (গুজরাত), 13 জানুয়ারি: গত বছরের বিধানসভা নির্বাচনের পর এখনও গুজরাতে অব্যাহত রয়েছে 'মোদি জাদু' ৷ মকর সংক্রান্তির (Makar Sankranti 2023) আগে সেই ছবি ধরা পড়ল গুজরাতের সোমনাথে ‘আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে’ (Somnath International Kite Festival) ৷ সেখানে ওড়িশা থেকে আসা এক ঘুড়ি ব্যবসায়ী ইংরেজিতে 'আই লাভ মোদি' লেখা ঢাউস ঘুড়ি উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন (Kite with I Love Modi slogan Steals Show at Somnath) ৷ করোনার ধাক্কা কাটিয়ে 2 বছর পর গুজরাতে ফের মকর সংক্রান্তিতে ‘উত্তরায়ন’ উৎসবে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবের আসর বসছে ৷
ওড়িশার এই ঘুড়ি প্রস্তুতকারক ঘুড়ির প্রতি তাঁর ভালোবাসাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছেন ৷ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর প্রতি তাঁর শ্রদ্ধা জানাতে একটি বিশাল ঘুড়ি তৈরি করেছেন ৷ তাঁর তৈরি করা 'আই লাভ মোদি' আকাশে উড়তেই এক অসাধারণ রঙের ছটা তৈরি করে ৷ 14 জানুয়ারি উত্তরায়ন উপলক্ষ্যে গুজরাত-সহ দেশের বিভিন্ন প্রান্তে ঘুড়ি ওড়াবেন মানুষ ৷ মূলত, গুজরাতের বিখ্যাত উৎসব হলেও, মকর সংক্রান্তিতে উত্তরায়ন ভারতের প্রতিটি রাজ্যেই পালিত হয় ৷ আর সেই উত্তরায়ন উপলক্ষ্যেই মোদির প্রতি নিজের ভালোবাসা উজার করে দিয়েছেন ওড়িশার এই ঘুড়ি প্রস্তুতকারক তথা ব্যবসায়ী ৷