হায়দরাবাদ, 14 জানুয়ারি: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোকসভার সাংসদ মিলিন্দ দেওরা আজ কংগ্রেস ছেড়ে বেরিয়ে গেলেন ৷ মুম্বইয়ে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা শিবিরে নাম লিখিয়েছেন তিনি ৷ এই মিলিন্দ দেওরার আরও একটি পরিচয় রয়েছে জাতীয় রাজনীতিতে ৷ তিনি প্রয়াত কংগ্রেস নেতা মুরলী দেওরার ছেলে ৷ এমন আরও অনেক উদাহরণ রয়েছে কংগ্রেসে ৷ যাঁরা আজীবন কংগ্রেস দলের হয়ে কাজ করেছেন এবং সংসদীয় রাজনীতিতে নিজেদের ছাপ ফেলেছেন ৷ কিন্তু, তাঁদের উত্তরসূরীরা কংগ্রেসের নীতি ও ধ্যান ধারণার সঙ্গে মানিয়ে নিতে পারেননি ৷ ফলত, দলত্যাগ করে প্রতিপক্ষ শিবিরে যোগদান করেছেন ৷
তেমনই এক হলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ৷ যিনি বর্তমানে কেন্দ্রের মোদি সরকারের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী ৷ প্রয়াত মাধব রাও সিন্ধিয়ার ছেলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 2020 সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ মধ্যপ্রদেশে 2018 সালে কংগ্রেস সরকার গড়ার পর মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে মতপার্থক্যের জেরে বিজেপিতে চলে আসেন তিনি ৷ সেই সঙ্গে ভেঙে যায় কংগ্রেসের সরকার ৷ আর ফের একবার মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আসনে বসেন শিবরাজ সিং চৌহান ৷
সাম্প্রতিক সময়ে 2022 সালের জানুয়ারি মাসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রতনজিৎ প্রতাপ নারায়ণ সিং কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছেন ৷ তিনি 2009 লোকসভা নির্বাচনে কুশিনগর লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন ৷ অনিল অ্যান্টনি, কংগ্রেস নেতা তথা প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনির ছেলে ৷ কেরালার এই রাজনীতিবিদের ছেলে অনিলও কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন ৷ কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা পীযূষ গোয়েলের হাত ধরে বিজেপিতে গিয়েছেন তিনি ৷ এমনকি একসময় রাহুল গান্ধির কাছের লোক হিসেবে পরিচিত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদও বর্তমানে বিজেপিতে রয়েছেন ৷
এই তালিকায় রয়েছেন অলপেশ ঠাকর ৷ গুজরাত কংগ্রেসের দাপুটে এই নেতাও কংগ্রেস ছেড়েছেন ৷ 2022 সালে গুজরাত বিধানসভা নির্বাচনে গান্ধিনগর দক্ষিণ থেকে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি ৷ কিন্তু, এখানেও দলের সঙ্গে মতপার্থক্যের জেরে কংগ্রেস ছাড়েন ৷ পরবর্তী সময়ে তিনি বিজেপিতে যোগ দেন ৷ গুজরাতের পাতিদার নেতা হার্দিক প্যাটেলও কংগ্রেস ছেড়েছেন ৷ এমনকি পঞ্জাবের কংগ্রেস নেত্রী অশ্বিনী কুমারি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুনীল জাখর দল ছেড়েছেন ৷
আরও পড়ুন:
- 'বিজেপির ঘৃণার চিহ্ন মণিপুর', ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে মন্তব্য রাহুলের
- 'মোদিই সবকিছুর মূলে, মিলিন্দ দেওরা পুতুল মাত্র', অভিযোগ জয়রামের
- 'গড়ে মাটি পোক্ত নয়, তারা ছোঁয়ার স্বপ্ন', আসন বণ্টন নিয়ে কংগ্রেসকে তোপ অভিষেকের