পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শীতের মরশুমে ফিরছে সংক্রমণ! কেরলে 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত কমপক্ষে 300, মৃত 3 - Kerala Corona Infection

Kerala reported 300 new Covid19 Cases: করোনার নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়েছে ৷ দেশজুড়ে ফের সংক্রমিত হচ্ছেন বহু মানুষ ৷ গত 24 ঘণ্টায় শুধু কেরলে 300 জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি প্রাণও গিয়েছে তিনজনের।

ETV Bharat
করোনা সংক্রমণ

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 10:56 AM IST

Updated : Dec 21, 2023, 11:40 AM IST

কেরল, 21 ডিসেম্বর:ফের চোখ রাঙাচ্ছে করোনার সংক্রমণ ৷ শুধুমাত্র কেরলেই 24 ঘণ্টার মধ্যে 300 জন কোভিডে আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 3 জনের ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা 2 হাজার 669 ৷ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় কেরলে 300 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন ৷ মঙ্গলবারই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও চিন্তার বিশেষ কোনও কারণ নেই ৷ কারণ হাসপাতালগুলি ইতিমধ্যে এই সংক্রমণের মোকাবিলা করতে প্রস্তুত ৷ ইতিমধ্যে কোভিডের নতুন ভ্যারিয়েন্টকে চিহ্নিত করা গিয়েছে ৷ অবশ্য করোনার এই নতুন রূপ নিয়ে চিন্তার কারণ নেই বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ৷

রাজস্থানের একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাঃ সুধীর ভাণ্ডারি বলেন, "কোভিডের নতুন সংক্রমণ ধরা পড়ছে ৷ এই নতুন জেএন.1 ভ্যারিয়ান্টটি সংক্রামক ৷ আর এতে আক্রান্ত হলে শরীরে অন্য ভ্যারিয়ান্টগুলির মতো লক্ষণও দেখা যায় ৷ তবে আমাদের অবস্থা এখন অনেকটাই আলাদা ৷ কারণ প্রায় সবাই ভ্যাকসিন নিয়ে নিয়েছে ৷" তাঁরও আশা নতুন করে মারাত্মক হয়ে উঠবে না করোনা।

গত একশো বছরেরও বেশি সময়ের মধ্যে গোটা পৃথিবীকে যে সমস্ত ঘটনা আন্দোলিত করেছে তার মধ্যে অন্যতম করোনার সংক্রমণ ৷ 2020 সালের শুরু থেকেই গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে করোনা ৷ অর্থনীতি থেকে শুরু করে সামরিক শক্তির প্রশ্নে দুনিয়ার তামাম শক্তিধর দেশকেও কার্যত অসহায় দেখিয়েছিল করোনার সামনে ৷ নাগরিকদের অসহায় মৃত্যু দেখছে প্রশাসন। সময় যত এগিয়েছে ততই করোনার নতুন নতুন রূপ প্রাণ কেড়েছে, সর্বস্বান্ত করেছে লক্ষ-কোটি মানুষকে ৷

ধীরে ধীরে করোনার নাগপাশ ছিন্ন করে স্বাভাবিক হয়ে উঠেছে বসুন্ধরা ৷ এরই মাঝে আরও একবার করোনার আতঙ্ক ফিরছে বিশ্বের বিভিন্ন প্রান্তে ৷ নয়া ত্রাসের নাম জেএন.1 ৷ যদিও বিভিন্ন চিকিৎসক সংগঠন থেকে শুরু করে বৈজ্ঞানিক সংগঠনের বড় অংশেরই দাবি আগের রূপগুলির তুলনায় করোনার এই নতুন অবতার ততটা ভয়াবহ নয় ৷ কেউ কেউ বলছেন এই রূপ বেশি সংক্রমণের কারণ হলেও মৃত্যুর হেতু হবে না ৷ শেষমেশ কী হবে, তার উত্তর অবশ্য দেবে সময় ৷

আরও পড়ুন:

  1. করোনার নয়া রূপ নিয়ে নবান্নে বড় বৈঠক, নির্দেশিকা জারি করতে চলেছে স্বাস্থ্য দফতর
  2. ফের বাড়ছে করোনা, রাজ্যগুলির জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের
  3. করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.1, সংক্রমণের হার বেশি হলেও ঝুঁকি কম; মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
Last Updated : Dec 21, 2023, 11:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details