পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওড়িশা থেকে বিমানে অক্সিজেন আনার সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের - covid-19

রাজধানীর জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোয় দিল্লি হাইকোর্ট ও কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ একইসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই ওড়িশা থেকে অক্সিজেন দিল্লিতে রওনা দিয়েছে ৷ সময় বাঁচাতে বিমান অক্সিজেন নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার ৷

Kejriwal government decided to bring oxygen by plane from Odisha
ওড়িশা থেকে বিমানে অক্সিজেন আনার সিদ্ধান্ত কেজরিওয়াল সরকারের

By

Published : Apr 22, 2021, 6:58 PM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল : রাজধানীতে অক্সিজেনের ভাঁড়ার বাড়াতে এবার ওড়িশা থেকে বিমানে অক্সিজেন আনার সিদ্ধান্ত নিল দিল্লির অরবিন্দ কেজরিওয়াল সরকার ৷

অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর জন্য বৃহস্পতিবারই দিল্লি হাইকোর্ট এবং কেন্দ্রীয় সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন কেজরিওয়াল ৷ এদিন তিনি জানান, ইতিমধ্যেই দিল্লিতে মেডিক্য়াল অক্সিজেন সরবরাহের কাজ শুরু হয়ে গিয়েছে ৷

দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সদ্য বর্ধিত বরাদ্দ অনুযায়ী ওড়িশা থেকে অক্সিজেন নিয়ে আসা হচ্ছে ৷ এই কাজে যাতে অতিরিক্ত সময় না লাগে, তা নিশ্চিত করতেই বিমানে অক্সিজেন আনার সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়াল সরকার ৷

কেজরিওয়াল জানিয়েছেন, আগে দিল্লির জন্য বরাদ্দ ছিল দৈনিক 378 মেট্রিক টন মেডিক্যাল অক্সিজেন ৷ এখন সেই পরিমাণ বাড়িয়ে 480 মেট্রিক টন করা হয়েছে ৷ কেন্দ্রীয় সরকার রাজধানীর জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোয় মোদি সরকারকে ধন্যবাদ জানাতে ভোলেননি দিল্লির মুখ্যমন্ত্রী ৷ একইসঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন, এটুকু বরাদ্দ বৃদ্ধিই যথেষ্ট নয় ৷ কারণ, বর্তমানে যা পরিস্থিতি, তাতে করোনা রোগীদের চিকিৎসার জন্য এখনই দৈনিক 700 মেট্রিক টন মেডিক্য়াল অক্সিজেন দরকার ৷

আরও পড়ুন :উত্তরপ্রদেশ-হরিয়ানার দাদাগিরিতে অক্সিজেন আসছে না দিল্লিতে, অভিযোগ সিসোদিয়ার

এদিকে, দিল্লির জন্য অক্সিজেনের বরাদ্দ বাড়ানোর পর কিছু সমস্য়াও সামনে এসেছে বলে জানিয়েছেন কেজরিওয়াল ৷ তিনি জানান, বিভিন্ন রাজ্য় থেকে দিল্লির দিকে রওনা দিয়েছে অক্সিজেনের ট্রাক ৷ কিন্তু কয়েকটি রাজ্য সেই ট্রাক আটকে দিয়েছে ৷ এই প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘‘এটা ঠিক হচ্ছে না ৷ এটা একটা বড় বিপর্যয় ৷ আমাদের একসঙ্গে সঙ্গবদ্ধ হয়ে লড়াই করতে হবে ৷ এভাবে নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আমরা টিকে থাকতে পারব না ৷’’

এই প্রেক্ষাপটে দেশের প্রতিটি রাজ্য় সরকারকে একে-অপরের পাশে থাকার আবেদনও জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details