নয়াদিল্লি, 20 ফেব্রুয়ারি: বিজেপির (BJP) বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের প্রয়োজনীয়তা (Opposition Unity) রয়েছে ৷ কংগ্রেস (Congress) এই বিষয়ে বরবারই সচেতন ৷ এমনটাই জানিয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেণুগোপাল (K C Venugopal) ৷ তিনি বলেন, "গত সংসদ অধিবেশনে আমাদের সভাপতি সমস্ত সমমনস্ক দলগুলিকে আহ্বান করার উদ্যোগ নিয়েছিলেন ৷ আদানি ইস্যুতে (Adani Controversy) সংসদে সবাই এক হয়ে প্রতিবাদ করেছেন ৷ আমাদের বিজেপির বিরুদ্ধে লড়াই করা উচিত ও বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সুযোগ দেওয়া উচিত নয় ৷’’
ওই কংগ্রেস নেতার দাবি, যেকোনও মূল্যে তাঁরা বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন ৷ বিজেপির সরকারকে তিনি অগণতান্ত্রিক ও স্বৈরাচারী বলেও উল্লেখ করেছেন ৷ সেই কারণেই বিরোধী ঐক্যেরও প্রয়োজন রয়েছে । তাঁর বক্তব্য, বিজেপি যেভাবে কেন্দ্রীয় এজেন্সি ও সংবাদমাধ্যমকে ব্যবহার করছে, তা উদ্বেগজনক ৷ সেই কারণেই বিরোধীদের এক হওয়া উচিত বলেই তিনি মনে করেন ৷
তিনি আরও উল্লেখ করেছেন যে চিন্তন শিবিরের ঘোষণার পর কংগ্রেসের প্রতিটি পদাধিকারী নিয়োগের বিষয়ে 50 বছরের কমবয়সীদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করা হচ্ছে । তিনি আরও বলেন, "আমরা এক পক্ষকালের মধ্যে এটা করতে পারব না । এই লক্ষ্যপূরণের জন্য কিছু সময়ের প্রয়োজন । কিন্তু আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি ৷"