বেঙ্গালুরু, 10 ফেব্রুয়ারি :কর্নাটকে হিজাব পরা নিয়ে অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় মুখ্যমন্ত্রী বাসবরাজ মঙ্গলবার থেকে তিন দিনের জন্য স্কুল, কলেজ, সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেন ৷ শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করে কর্নাটক হাইকোর্ট ৷ আজ হাইকোর্টের প্রধান বিচারপতি ঋতুরাজ অবস্থির নেতৃত্বে গঠিত বেঞ্চ হিজাব বিতর্কে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছে ৷ একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, কাল থেকেই সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রাজ্যে (Karnataka High Court orders to open schools and colleges) ৷
প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত এই বেঞ্চে রয়েছেন বিচারপতি কৃষ্ণা এস দীক্ষিত, বিচারপতি জে এম খাজ়ি ৷ আগামিকাল থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন তাঁঁরা ৷ একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও ছাত্র-ছাত্রী যেন ধর্মীয় পোশাক পরার জেদ না করেন (Karnataka High Court directs to maintain statusquo on Hijab Issue) ৷