বেঙ্গালুরু, 26 অক্টোবর:আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস (Coronavirus) ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে খোঁজ মিলেছে কোভিডের (COVID-19) নতুন উপসংস্করণের (Covid sub variant) ৷ আর তাতেই ফের একবার উদ্বেগ বাড়ছে পড়শি কর্ণাটকের (Karnataka) ৷ রাজ্য সরকার নতুন করে বাসিন্দাদের সতর্ক করার কাজ শুরু করেছে ৷ জারি করা হয়েছে নতুন আচরণবিধি (Advisory) ৷ তাতে রাজ্যবাসীকে সমস্ত কোভিডবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷
রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, যদি কারও সর্দি, কাশি, জ্বর হয়, তাহলে সেই ব্যক্তি যেন অবশ্যই নিকটবর্তী হাসপাতালে করোনার পরীক্ষা করান এবং সেই পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত নিজেকে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখেন ৷
আরও পড়ুন:আবার করোনার ভ্রুকুটি চিনে, দাপট দেখাচ্ছে ওমিক্রণের নয়া দুই ভ্যারিয়্যান্ট
এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ কমিশনারেটের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, "করোনা ভাইরাসের নতুন উপসংস্করণ ওমিক্রন বিকিউ.1 (মার্কিন সংস্করণ) বিএ.2.3.20-এর খোঁজ মিলেছে ৷ যা এক্সএক্সবি-এর থেকে আলাদা ৷ প্রতিবেশী রাজ্য মহারাষ্ট্রে এই সাব-ভ্য়ারিয়্য়ান্টের খোঁজ মিলেছে ৷ এই প্রেক্ষাপটে দীপাবলি এবং কন্নড় রাজ্যোৎসবের আবহে রাজ্যবাসীর জন্য নয়া স্বাস্থ্যবিধি চালু করা হচ্ছে ৷ যদি কাররও জ্বর, কাশি, সর্দি, গলা ব্যথা বা শ্বাসকষ্ট হয়, তাহলে তাঁরা অবশ্যই নিকটবর্তী হাসপাতালে করোনার পরীক্ষা করাবেন ৷ এক্ষেত্রে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানোই ভালো ৷ পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তারপর আরটি-পিসিআর করতে হবে ৷ এবং পরীক্ষার রিপোর্ট না পর্যন্ত আক্রান্তদের আইসোলেশনে থাকতে হবে ৷"
একইসঙ্গে, সরকারের তরফে জানানো হয়, যাঁদের শ্বাসকষ্ট থাকবে, তাঁরা যেন একটুও সময় নষ্ট না করে দ্রুত নিজেদের চিকিৎসার ব্যবস্থা করেন ৷ স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশ করা অ্য়াডভাইজরিতে আরও বলা হয়েছে, "যে সমস্ত জায়গায় ঘরের ভিতর শীতাতপ নিয়ন্ত্রণের বন্দোবস্ত রয়েছে এবং খোলা হাওয়া চলাচলের তেমন জায়গা নেই, সেইসব ক্ষেত্রে সেই ঘরে থাকা সকলকেই মাস্ক পরে থাকতে হবে ৷" একইসঙ্গে, যাঁরা এখনও বুস্টার ডোজ নেননি, তাঁদের সকলকে করোনার এই টিকা নিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে ৷