হায়দরাবাদ, 9 মে:বুধবার সকাল 7টা থেকে শুরু হবে কর্ণাটক বিধানসভার হাইভোল্টেজ ভোটগ্রপণ পর্ব ৷ 2024 লোকসভা নির্বাচনের আগে দক্ষিণের ক্ষমতাসীন এই রাজ্যে প্রত্যাবর্তনে মরিয়া বিজেপি ৷ অন্যদিকে, এই রাজ্যে এবার পরিবর্তন আনার লক্ষ্যে ঝাঁপিয়েছে কংগ্রেস ৷ চব্বিশের ভোটের আগে কর্ণাটকে কার্যত অ্যাসিড টেস্ট হতে চলেছে হাত শিবিরের ৷ বর্তমান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কর্ণাটকের লোক, সুতরাং তাঁর সভাপতিত্বে দল এই রাজ্যে কেমন ফল করে সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের ৷ 224 আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার এই নির্বাচনী লড়াইয়ের ময়দানে আছে জেডিএসও ৷
দক্ষিণ ভারতের এই রাজ্যে বিধানসভা ভোটপর্ব শুরু হওয়ার আগে একনজরে দেখে নেওয়া যাক কিছু তথ্য ৷
মোট ভোটার সংখ্যা 5 কোটি 10 লক্ষ 55 হাজার 172 জন মোট ভোটার সংখ্যা 5 কোটি 10 লক্ষ 55 হাজার 172 জন ৷ তাঁদের মধ্যে পুরুষ ভোটার 2 কোটি 67 লক্ষ 28 হাজার 53 জন ৷ মহিলা ভোটার 2 কোটি 64 লক্ষ 74 জন ৷ তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 4 হাজার 927 জন ৷ সকাল 7টা থেকে ভোট হবে সন্ধ্যে 6টা পর্যন্ত ৷ মোট ভোটগ্রহণ কেন্দ্র 58 হাজার 545 টি ৷ 224 আসনের মধ্যে এসসি সিট 36টি, এসটি সিট 15টি ও 173টি অসংরক্ষিত আসন ৷
224টি আসনের সবকটিতে লড়ছে বিজেপি, কংগ্রেস লড়ছে 223টি আসনে 224টি আসনের মধ্যে এবার বিজেপি একাই সবকটি আসনে লড়ছে ৷ কংগ্রেস লড়ছে 223টি আসনে ৷ জেডিএস প্রার্থী 209 জন ৷ আপ লড়ছে 209 আসনে, নির্দল প্রার্থী 918 জন ৷ অন্যান্য বিভিন্ন দলের প্রার্থী সংখ্যা 832 জন ৷
নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 2 হাজার 615 জন কর্ণাটকের এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা 2 হাজার 615 জন ৷ তাঁদের মধ্যে 2 হাজার 429 জন পুরুষ ও 185 জন মহিলা ৷ ট্রান্সজেন্ডার প্রার্থী 1 জন, নির্দল 918 জন ৷
তরুণ প্রার্থীদের নিরিখে দেখলে বিজেপির প্রার্থী সংখ্যা 22 জন, কংগ্রেসের 18 জন তরুণ প্রার্থীদের নিরিখে দেখলে বিজেপির প্রার্থী সংখ্যা 22 জন ৷ কংগ্রেসের 18 জন, জেডিএস এর 36 জন, আপের 67 জন ৷ 60 বছর বয়সের ঊর্ধ্বে বিজেপির প্রার্থী সংখ্যা 60 জন, কংগ্রেসের 82 জন, জেডিএস-এর 46 জন, আপের 30 জন ৷
ফৌজদারি বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রার্থীদের সংখ্যা ফৌজদারি বিভিন্ন মামলায় অভিযুক্ত প্রার্থীদের নিরিখে, বিজেপিতে এরকম প্রার্থীর সংখ্যা 96 জন ৷ তাঁদের মধ্যে 66 জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে ৷ কংগ্রেসের ক্ষেত্রে ফৌজদারি মামলায় অভিযুক্ত প্রার্থীর সংখ্যা 122 জন ৷
কোটিপতি প্রার্থীদের সংখ্যা কর্ণাটকের এবারের বিধানসভা নির্বাচনে কোটিপতি প্রার্থীর ছড়াছড়ি ৷ বিজেপির 96 শতাংশ ও কংগ্রেসের 97 শতাংশ প্রার্থীই কোটিপতি ৷ জেডিএস-এর 82 শতাংশ প্রার্থীর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি ৷
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে দেখলে নিরক্ষর প্রার্থীর সংখ্যা 37 জন ৷ নূন্যতম অক্ষরজ্ঞান রয়েছে 47 জনের ৷ পঞ্চম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা 1 হাজার 255 জন, স্নাতক প্রার্থী 447 জন ৷ স্নাতকোত্তর প্রার্থীর সংখ্যা 305 জন ৷
প্রার্থীদের সম্পত্তির তথ্য এবার প্রার্থীদের মধ্যে সবথেকে বেশি আয় হোসাকোটে কেন্দ্রের বিজেপি প্রার্থী এন নাগার্জুর ৷ তাঁর মোট বার্ষিক আয় 137 কোটিরও বেশি ৷ মোট সম্পত্তির পরিমাণ 1 হাজার 609 কোটি টাকারও বেশি ৷
জেলার নিরিখে দেখলে এবার সবথেকে বেশি প্রার্থী রয়েছেন বেলগাঁও জেলায় ৷ এরপর রয়েছে মাইসুরু, টুমকুর, বেঙ্গালুরু আর্বান, গুলবার্গা কালবুর্গির মতো জেলাগুলি ৷