কলকাতা, 31 অগস্ট: দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ জহর সরকার ৷ সম্প্রতি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে ইডি ৷ এই খবরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য তথা দেশের রাজনৈতিক মহলে ৷ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, 29 অগস্ট প্রাক্তন আমলা জহর সরকার বলেন, "একপাশ পচা শরীর নিয়ে 24-এ লড়াই করা যাবে না ।" স্বভাবতই এ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে ৷ তাঁর প্রবল সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ একদিকে যেমন দলের মধ্যেই তাঁকে আক্রমণ করা হচ্ছে অন্যদিকে বিরোধীরাও তাঁর এই বক্তব্যকে তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করেছে (Jawhar Sircar defends saying he spoke against corruption in all parties) ৷ এবার নিজের বক্তব্য প্রসঙ্গে কিছুটা সাফাই দেওয়ার চেষ্টা করলেন সাংসদ । নয়া টুইটে তাঁর দাবি, তিনি শুধু তৃণমূল নয় সমস্ত রাজনৈতিক দলের দুর্নীতি নিয়েই সরব হয়েছেন।
মোদি বিরোধী বলেই বিশেষ পরিচিত প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার ৷ একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমরা যখন টিভিতে দেখলাম, তখন বিশ্বাসই করে উঠতে পারিনি ৷ কারও বাড়ি থেকে এত রকমের টাকা, রসদ বেরতে পারে, আমাদের কাছে কল্পনার অতীত ৷" এখানে তিনি উল্লেখ করেন, "সে যেখানে যে দলেরই হোক, এরকম দুর্নীতির দৃশ্য টিভিতে কম দেখা যায় ৷" এই সাক্ষাৎকারে তিনি জানান, এই ঘটনার নৈতিক দিকটি দেখে তাঁর খারাপ লেগেছে ৷ জহরবাবু এও বলেন, "এ নিয়ে লোকে মন্তব্য করবেই ৷ আমার বাড়ির লোকেরা সঙ্গে সঙ্গে বলল, তুমি সাংসদ পদ ছেড়ে দাও ৷ রাজনীতি এখুনি ছেড়ে দাও ৷"
আরও পড়ুন: ওর মতো স্বার্থপর লোক দেখিনি, দলীয় সাংসদ জহরকে তীব্র আক্রমণ সৌগতর