পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Japanese Investment in India : ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির

শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার (PM of Japan Fumio Kishida) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) ৷

japanese pm in India
ভারতে 3.2 লক্ষ কোটি টাকার বিনিয়োগ করবে জাপান, ঘোষণা মোদির

By

Published : Mar 19, 2022, 8:24 PM IST

Updated : Mar 19, 2022, 10:49 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : আগামী পাঁচ বছরে ভারতে বিপুল বিনিয়োগ করতে চলেছে জাপান ৷ শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার (PM of Japan Fumio Kishida) সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra modi) ৷ এদিন তিনি বলেন, "ভারতে নিজেদের বিনিয়োগ বাড়াবে জাপান ৷ আগামী পাঁচ বছরে 5 ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ 3.2 লক্ষ কোটি টাকা ভারতে বিনিয়োগ করবে জাপান ৷"

এদিনের বৈঠকে চিন ও ইউক্রেন পরিস্থিতি নিয়েও কথা হয়েছে দুই রাষ্ট্র প্রধানের মধ্যে ৷ বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, চিন নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে ৷ ভারত লাদাখ পরিস্থিত ও চিনের সঙ্গে সীমান্ত ইস্যু নিয়ে আলোচনার বিষয়টি জাপানকে জানিয়েছে ৷ পূর্ব ও দক্ষিণ চিন সাগর নিয়েও নরেন্দ্র মোদি ও ফুমিয়ো কিশিদার মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শ্রিংলা ৷ সীমান্ত বিবাদের শান্তিপূর্ণ সমাধান না হওয়া পর্যন্ত ভারত-চিন বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয় বলেও এদিন জাপানকে জানিয়েছে ভারত ৷

ইউক্রেন পরিস্থিতি নিয়েও এদিন নিজেদের মধ্যে আলোচনায় উদ্বেগ প্রকাশ করেছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান ৷ ইউক্রেনের পরমানু কেন্দ্রগুলির সুরক্ষা নিয়েও চিন্তিত দুই দেশ ৷ বিদেশ সচিব জানিয়েছেন, ভারত ও জাপান দুই দেশই মনে করে অবিলম্বে হিংসা বন্ধ করে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার পথ খোঁজা উচিত ৷ এছাড়াও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা-সহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে এদিন কথা হয় দুই প্রধানমন্ত্রীর ৷

আরও পড়ুন : দেশাত্মবোধক ভাষণ, রুশবাহিনীর প্রশংসায় বিশাল সমাবেশ পুতিনের

ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন মোদি ও কিশিদা ৷ অর্থনৈতিক, ডিজিটাল উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্টের মতো বিষয়গুলিতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সহমত দুই দেশ ৷ কথা হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি নিয়েও ৷ সাইবার নিরাপত্তা, স্থায়ী উন্নয়ন ও জলদূষণ রোধ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সাক্ষরিত হয় এদিন ৷ জল সরবরাহ, স্বাস্থ্য ক্ষেত্র, দূষণ নিয়ন্ত্রণ, যোগাযোগ ক্ষেত্রের উন্নয়নে ঋণ সংক্রান্ত সাতটি চিক্তি সাক্ষর করেছে দুই দেশ ৷ ঠিক হয়েছে জাপান থেকে আপেল আসবে এদেশে, বদলে ভারত থেকে আম রফতানি হবে জাপানে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এদিন নিজের বক্তব্যে, ভারত-জাপান আর্থিক সমঝোতা, ভারতে জাপানের বিনিয়োগের কথা তুলে ধরেন ৷ ভারত-জাপান "এক দল ও এক প্রকল্প" হিসেবে কাজ করছে বলেও এদিন মন্তব্য করেন নরেন্দ্র মোদি ৷ এদিন নরেন্দ্র মোদিকে টোকিয়োতে অনুষ্ঠিত হতে চলা কোয়াড সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ৷ বিশ্ব যখন নানা সমস্যার সম্মুখীন তখন ভারত-জাপান মৈত্রী আন্তর্জাতিক প্রেক্ষাপটে অতঅয়ন্ত গুরুত্বপূর্ণ বলেও এদিন মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদা ৷

Last Updated : Mar 19, 2022, 10:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details