পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Anantnag Encounter: অনন্তনাগে এনকাউন্টারে খতম জঙ্গি, জখম পুলিশকর্মী - জঙ্গির মৃত্যু

অনন্তনাগে এনকাউন্টারে (Anantnag Encounter) মৃত্যু হল এক জঙ্গির (Terrorist killed)৷ আহত হয়েছেন একজন পুলিশকর্মী ৷ সোমবার তীব্র গুলির লড়াই চলে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্য়ে ৷

jammu and kashmir terrorist-killed-cop-injured-in-anantnag-encounter
অনন্তনাগে এনকাউন্টারে মৃত জঙ্গি, জখম পুলিশকর্মী

By

Published : Oct 11, 2021, 7:55 AM IST

অনন্তনাগ (জম্মু ও কাশ্মীর), 11 অক্টোবর:জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের এনকাউন্টার (Anantnag Encounter) ৷ অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গুলির লড়াইয়ে প্রাণ গেল এক জঙ্গির (Terrorist killed)৷ তার পরিচয় এখনও জানা যায়নি ৷

আধিকারিকদের সূত্রে খবর মিলেছে, অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ এলাকায় হয়েছে এই এনকাউন্টার ৷ গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোরে ওই এলাকা ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী ৷ জঙ্গিদের খোঁজে চলছিল চিরুনি তল্লাশি ৷ তখনই বাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা ৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও ৷ শুরু হয় তীব্র গুলির লড়াই ৷ এনকাউন্টারে মৃত্যু হয় এক জঙ্গির ৷ জখম হয়েছেন একজন পুলিশকর্মী ৷

আরও পড়ুন:Aryan Khan : ফাইটারের ছেলে লড়াইয়ে ফিরবেই, শাহরুখের পাশে বলিউড

কাশ্মীর জোন পুলিশের (Kashmir Zone Police) তরফে জানানো হয়েছে, বান্দিপোরা জেলার হাজিন এলাকার গুন্দজাহাঙ্গিরেও একই রকম এনকাউন্টার শুরু হয়েছে ৷ জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলছে ৷

আরও পড়ুন:Kashmir killings: 400 জনের বেশি আটক, 40 শিক্ষককে সমন এনআইএ-র

ABOUT THE AUTHOR

...view details