পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Udhampur Twin Bus Blast: উপত্যকায় জোড়া বাস বিস্ফোরণ, গ্রেফতার একাধিক সন্দেহভাজন - জাতীয় তদন্তকারী সংস্থা

উধমপুরে জোড়া বাস বিস্ফোরণের (Udhampur Twin Bus Blast) ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজন গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) ৷ ঘটনার তদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) এনআইএ (NIA)-এও ৷

Jammu and Kashmir Police arrest few people in Udhampur Twin Bus Blast case
Udhampur Twin Bus Blast: উপত্যকায় জোড়া বাস বিস্ফোরণে একাধিক সন্দেহভাজন গ্রেফতার

By

Published : Oct 2, 2022, 11:30 AM IST

শ্রীনগর, 2 অক্টোবর:জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুরে জোড়া বাস বিস্ফোরণের (Udhampur Twin Bus Blast) ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হল ৷ ওই সন্দেহভাজনদের উধমপুরেরই বসন্তগড় (Basantgarh) এলাকা থেকে পাকড়াও করে জম্মু-কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir Police) ৷

উল্লেখ্য, গত 28-29 সেপ্টেম্বরের রাতে উধমপুরে দু'টি বাসে হঠাৎই বিস্ফোরণ হয় ৷ সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়ে সেই দৃশ্য ৷ বিস্ফোরণের প্রথম ঘটনাটি ঘটে 28 সেপ্টেম্বর রাত 10টা 30 মিনিটে ৷ ডোমালি এলাকার একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি বাসে বিকট শব্দে বিস্ফোরণ হয় ৷ এর কয়েক ঘণ্টা পর 29 সেপ্টেম্বর সকাল 6টায় উধমপুর বাস স্ট্য়ান্ডে দাঁড়িয়ে থাকা অন্য একটি বাসেও একই ঘটনা ঘটে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু'টি বাসই রামনগর থেকে উধমপুরে ফিরেছিল ৷

আরও পড়ুন:কানপুরের দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, ঘটনাস্থলে 2 মন্ত্রীকে পাঠালেন যোগী

এই ঘটনার পর অন্তত একডজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ তারই ভিত্তিতে পরবর্তীতে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় ৷ সূত্রের দাবি, এই বিস্ফোরণে সংশ্লিষ্ট দু'টি বাসের চালক এবং সাফাইকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে ৷ দু'টি বিস্ফোরণে আহত হয়েছেন দু'জন ৷ তবে, কারও মৃত্যু হয়নি ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, যদি চলন্ত কোনও বাসে এই ঘটনা ঘটত, তাহলে হয়তো প্রাণহানি এড়ানো যেত না ৷ কিন্তু, দু'টি বিস্ফোরণের সময়েই বাস দু'টি দাঁড় করানো অবস্থায় ছিল ৷ সেই সময় বাসের ভিতর যাত্রীরা ছিলেন না ৷ ফলে বড় অঘটন এড়ানো সম্ভব হয়েছে ৷

এই জোড়া বিস্ফোরণের পরই নড়েচড়ে বসে জম্মু-কাশ্মীর পুলিশ ৷ বসন্তনগর-সহ কাশ্মীরের বিভিন্ন এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান ৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, দু'টি বাসের মধ্যে একটি বাসের (28 তারিখ রাতে যে বাসটিতে বিস্ফোরণ হয়েছিল) চালককে সাড়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ অন্যদিকে, 29 তারিখ সকালে যে বাসটিতে বিস্ফোরণ হয়, সেটির সাফাইকর্মীর সঙ্গেও দীর্ঘক্ষণ কথা বলে তারা ৷ দু'জনকেই জিজ্ঞাসাবাদের জন্য উধমপুর থানায় ডেকে পাঠানো হয় ৷ পরবর্তীতে জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency) এনআইএ (NIA)-এও জোড়া বিস্ফোরণের তদন্তে নামে ৷

ABOUT THE AUTHOR

...view details