নয়াদিল্লি, 27 অক্টোবর:আগামী 22 জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা নির্মীয়মাণ রাম মন্দিরের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই এই মন্দির উদ্বোধনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে ৷ কিন্তু এই বিষয়টি নিয়ে আবার আপত্তি তুলল মুসলিম সংগঠন জামিয়াত উলেমা-এ-হিন্দ ৷ সংগঠনের দাবি, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির উচিত নির্দিষ্ট কোনও ধর্মের ধর্মীয় স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকা ৷ ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷
প্রধানমন্ত্রীও জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা তাঁর কাছে সৌভাগ্যের ৷ তাঁর জীবনে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ৷ এক বিবৃতিতে 22 জানুয়ারির ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ওই উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন জামিয়াত প্রধান মৌলানা মেহমুদ মাদানি ৷ বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, যেকোনও ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত এবং সেই অনুষ্ঠানে কেবল ধার্মিক লোকেদেরও যোগ দেওয়া উচিত ৷