পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Jamiat on Ram Temple Ceremony: রাম মন্দিরের উদ্বোধনে প্রধানমন্ত্রীকে না-যাওয়ার পরামর্শ জামিয়াতের

সব ঠিক থাকলে আগামী 22 জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা অযোধ্যায় রাম মন্দিরের ৷ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তবে মুসলিম সংগঠন জামিয়াত উলেমা-এ-হিন্দের মতে, ওই অনুষ্ঠানে যাওয়া উচিত হবে না প্রধানমন্ত্রীর ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Oct 27, 2023, 8:39 PM IST

নয়াদিল্লি, 27 অক্টোবর:আগামী 22 জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা নির্মীয়মাণ রাম মন্দিরের ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়েই এই মন্দির উদ্বোধনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে ৷ কিন্তু এই বিষয়টি নিয়ে আবার আপত্তি তুলল মুসলিম সংগঠন জামিয়াত উলেমা-এ-হিন্দ ৷ সংগঠনের দাবি, দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির উচিত নির্দিষ্ট কোনও ধর্মের ধর্মীয় স্থানের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়া থেকে বিরত থাকা ৷ ইতিমধ্যেই শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের তরফে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷

প্রধানমন্ত্রীও জানিয়েছে, ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারা তাঁর কাছে সৌভাগ্যের ৷ তাঁর জীবনে এটি এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে ৷ এক বিবৃতিতে 22 জানুয়ারির ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ওই উপস্থিতি নিয়ে আপত্তি জানিয়েছেন জামিয়াত প্রধান মৌলানা মেহমুদ মাদানি ৷ বিবৃতিতে তিনি আরও জানিয়েছেন, যেকোনও ধর্মীয় অনুষ্ঠান রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়া উচিত এবং সেই অনুষ্ঠানে কেবল ধার্মিক লোকেদেরও যোগ দেওয়া উচিত ৷

এর আগে অযোধ্যার কাছে একটি মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কয়েকজন সংখ্যালঘু নেতার তরফে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়েছিল, এই বিষয়টিতেও আপত্তি তুলেছেন মাদানি ৷ একইসঙ্গে তিনি সংগঠনের সদস্যদের নিয়ম মেনে চলার ও কোনও বিতর্কিত মন্তব্য না-করারও অনুরোধ করেছেন ৷

আরও পড়ুন: রাম মন্দিরে 'প্রাণ প্রতিষ্ঠা' উৎসবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী মোদি

উল্লেখ্য, আগামী লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনকে বিজেপি যে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে তা আগেই বোঝা গিয়েছিল ৷ দিনকয়েক আগে দশেরার অনুষ্ঠানে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে রামমন্দির ও দেশে রামের আগমনের কথা শোনা গিয়েছিল ৷ বিজেপি বিরোধী দলগুলির অনুমান, এই রাম মন্দির নির্মাণ ও উদ্বোধনকে হাতিয়ার করেই 2024 লোকসভা ভোটে ঝাঁপাতে পারে বিজেপি, হতে পারে মেরুকরণের চেষ্টাও ৷

ABOUT THE AUTHOR

...view details