নয়াদিল্লি, 10 মার্চ: "রাজ্যসভার সভাপতি কোনও দলের চিয়ারলিডার নন ৷ তিনি সবার কাছে আম্পায়র, রেফারি", উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের পদ প্রসঙ্গে এই মন্তব্য করলেন জয়রাম রমেশ ৷ 9 মার্চ একটি বইপ্রকাশ অনুষ্ঠানে উপারাষ্ট্রপতি নাম না করে রাহুল গান্ধির বিদেশে বক্তৃতার প্রসঙ্গ তুলে তাঁকে তুলোধনা করেন ৷ ব্রিটেনে কংগ্রেস সাংসদ অভিযোগ করেছেন, দেশের সংসদে বিরোধীদের কণ্ঠরোধ করতে তাঁদের মাইক বন্ধ করে দেওয়া হয় ৷
ধনকড়ের বক্তব্যের সমালোচনা করেন প্রবীণ কংগ্রেস নেতা ৷ উপরাষ্ট্রপতির নিরপেক্ষ থাকা উচিত বলে মনে করিয়ে দিলেন তিনি (RS Chairman cannot be cheerleader of ruling dispensation, Congress) ৷ বৃহস্পতিবার কংগ্রেসের পক্ষ থেকে জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে একটি বিবৃতি পোস্ট করেন ৷ সেখানে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার সভাপতির (Rajya Sabha Chairman Jagdeep Dhankhar) পদের গুরুত্ব নিয়ে তিনি লেখেন, "কোনও কোনও পদে আসীন থাকাকালীন নিজের পছন্দের দলের প্রতি নিষ্ঠা ত্যাগ করা আবশ্যক ৷ এর জন্য নিজেকে মজবুত করতে হয় ৷ ভারতের উপরাষ্ট্রপতির পদটিও সেরকম একটি পদ ৷ সংবিধান অনুযায়ী তাঁর কাঁধে রাজ্যসভার সভাপতি হওয়ার অতিরিক্ত দায়িত্ব থাকে ৷"
জগদীপ ধনকড় ওই অনুষ্ঠানে রাহুলের বিরুদ্ধে অভিযোগ করেন, "আমি দেশের রাজনীতির অংশ নই ৷ সাংবিধানিক কর্তব্যে বিশ্বাস করি ৷ আমি যদি নীরবতা দেখতে পাই, তাহলে দেশের প্রতি আস্থা আছে এমন বিশাল সংখ্যক মানুষ চিরকালের জন্য নীরব হয়ে যাবে ৷ এমন নেতিবাচক পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য যা করা দরকার করতে হবে। " এর উত্তরে জয়রাম রমেশ লেখেন, "তিনি একটি সরকারকে বাঁচাতে দৌড়চ্ছেন ৷ রাহুল গান্ধি বিদেশে গিয়ে নতুন কিছু বলেননি ৷ দেশের মাটিতেও বহুবার তিনি এই প্রসঙ্গ তুলেছেন ৷ তিনি ওই ধরনের মানুষদের মতো নন, যাঁরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের রূপ বদলান ৷ রাহুল গান্ধির বক্তব্য তথ্যমূলক এবং তা মাটির বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ৷"
আরও পড়ুন: 'আরএসএস স্বৈরাচারী', লন্ডনে চ্যাথাম হাউজের কথোপকথনে মন্তব্য রাহুলের