নয়াদিল্লি, 11 এপ্রিল: মানুষ বিদেশে গিয়ে রাজনৈতিক চশমাটা খুলে রাখুন ৷ রাহুল গান্ধির ব্রিটেন সফর ও সেখানে তাঁর বক্তৃতা নিয়ে তরজা এখনও জারি রয়েছে ৷ এই প্রসঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজনীতির চশমাটা রেখে বিদেশ যাওয়ার কথা বলেন ৷ এর জবাবে ধনকড়কে তুলোধনা করে কংগ্রেসও পরামর্শ দেয়, রাজ্যসভার চেয়ারম্যানের নিরপেক্ষ থাকা উচিত এবং সবসময় সরকারের পৃষ্ঠপোষকতা করা উচিত নয় ৷ প্রসঙ্গত জগদীপ ধনকড় তাঁর পদমর্যাদা বলে রাজ্যসভার চেয়ারম্যানও ৷
রাজধানীতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে ধনকড় বলেন, "2047 সালে ভারতের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে ৷ এর মধ্যে দেশের গৌরবকে কালিমালিপ্ত করার চেষ্টাকে বরদাস্ত করা হবে না ৷" তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধির নাম না-নিয়ে কটাক্ষ করে বলেন, "কেউ বিদেশ সফরে গিয়েছেন ৷ তখন তাঁর রাজনৈতিক চশমাটা রেখে যান ৷"
উপ-রাষ্ট্রপতির এহেন প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে লেখেন, "2015 সাল থেকে যাঁরা এই কাজটা শুরু করেছে, আপনি প্রথমে তাঁদের এই পরামর্শটা দিন ৷ তারপর অন্যদের ৷ দ্বিতীয়ত, মিস্টার চেয়ারম্যানের নিরপেক্ষ অবস্থান রাখা উচিত ৷ সর্বদা সরকারের তোষামোদ করা উচিত নয় ৷"