পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cong Hits Back at Dhankhar: রাহুল গান্ধিকে কটাক্ষ ধনকড়ের, পালটা তোষামোদ বন্ধের পরামর্শ রমেশের - leave their political spectacle behind

একটি অনুষ্ঠানে গিয়ে জগদীপ ধনকড় রাহুল গান্ধির নাম না-করে তাঁর বিদেশ যাত্রার প্রসঙ্গ টানেন ৷ তিনি জানান, বিদেশে গিয়ে রাজনৈতিক চশমাটা খুলে রাখা উচিত ৷ এর প্রত্যুত্তরে কংগ্রেসের সাংসদ জয়রাম রমেশ তাঁকে নিরপেক্ষ অবস্থান বজায়ের কথা মনে করিয়ে দিলেন ৷

Jagdeep Dhankhar
জগদীপ ধনকড়

By

Published : Apr 11, 2023, 9:44 AM IST

নয়াদিল্লি, 11 এপ্রিল: মানুষ বিদেশে গিয়ে রাজনৈতিক চশমাটা খুলে রাখুন ৷ রাহুল গান্ধির ব্রিটেন সফর ও সেখানে তাঁর বক্তৃতা নিয়ে তরজা এখনও জারি রয়েছে ৷ এই প্রসঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় রাজনীতির চশমাটা রেখে বিদেশ যাওয়ার কথা বলেন ৷ এর জবাবে ধনকড়কে তুলোধনা করে কংগ্রেসও পরামর্শ দেয়, রাজ্যসভার চেয়ারম্যানের নিরপেক্ষ থাকা উচিত এবং সবসময় সরকারের পৃষ্ঠপোষকতা করা উচিত নয় ৷ প্রসঙ্গত জগদীপ ধনকড় তাঁর পদমর্যাদা বলে রাজ্যসভার চেয়ারম্যানও ৷

রাজধানীতে বিশ্ব হোমিওপ্যাথি দিবসের অনুষ্ঠানে ধনকড় বলেন, "2047 সালে ভারতের স্বাধীনতার একশো বছর পূর্ণ হবে ৷ এর মধ্যে দেশের গৌরবকে কালিমালিপ্ত করার চেষ্টাকে বরদাস্ত করা হবে না ৷" তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধির নাম না-নিয়ে কটাক্ষ করে বলেন, "কেউ বিদেশ সফরে গিয়েছেন ৷ তখন তাঁর রাজনৈতিক চশমাটা রেখে যান ৷"

উপ-রাষ্ট্রপতির এহেন প্রতিক্রিয়ায় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে লেখেন, "2015 সাল থেকে যাঁরা এই কাজটা শুরু করেছে, আপনি প্রথমে তাঁদের এই পরামর্শটা দিন ৷ তারপর অন্যদের ৷ দ্বিতীয়ত, মিস্টার চেয়ারম্যানের নিরপেক্ষ অবস্থান রাখা উচিত ৷ সর্বদা সরকারের তোষামোদ করা উচিত নয় ৷"

এই অনুষ্ঠানে জগদীপ ধনকড় আরও বলেন, "আপনারা কখনও খেয়াল করে দেখেছেন, কোনও বিদেশি প্রতিনিধি অথবা বিদেশি নাগরিক এই বিশাল গণতান্ত্রিক দেশে এসে তাঁর দেশের সমালোচনা করছেন ? উত্তরটা, অবশ্যই না ৷ আমারা আমাদের দেশের বিজ্ঞানীদের, স্বাস্থ্য কর্মীদের নিয়ে গর্ব অনুভব করি না কেন ? আমাদের উদ্ভাবনের প্রশংসা করি না কেন ?" তিনি আরও বলেন, "আমরা যখনই দেশের বাইরে ঘুরতে যাই না কেন, আমাদের রাজনৈতিক চশমাটা রেখে যাওয়া উচিত ৷ এতে দেশের উপকার হবে ৷ একই সঙ্গে সেই ব্যক্তিবিশেষেরও ৷"

প্রসঙ্গত, রাহুল গান্ধি ব্রিটেনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেন ৷ এরপর চ্যাথাম হাউজে একটি আলোচনাসভায় দেশের গণতন্ত্র সম্পর্কে অনেক কথা বলেন ৷ এমনকী ব্রিটেনের সংসদদের সঙ্গেও একটি বৈঠকে যোগ দেন ৷ সব জায়গায় তিনি ভারতের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন ৷ এমনকী বিজেপি সরকারের বিরুদ্ধে লোকসভায় বিরোধীদের কণ্ঠরোধে মাইক বন্ধ করার অভিযোগ তোলেন ৷ এতে উত্তাল হয়ে ওঠে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব ৷

আরও পড়ুন: রাহুল ইস্য়ুতে বিরোধীদের হট্টগোলের জেরে মুলতুবি সংসদের দুই কক্ষ

ABOUT THE AUTHOR

...view details