হায়দরাবাদ, 21 সেপ্টেম্বর: ভারতের সঙ্গে কূটনৈতিক দ্বন্দ্বের মধ্যেই কানাডায় খুন হয়েছে খালিস্তানি জঙ্গি সুখদল সিং ওরফে সুখা দুনেকে ৷ তারপরেই জঙ্গিমৃত্যুর দায় নিল জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ সূত্রে জানা গিয়েছে, কানাডায় খালিস্তান আন্দোলনের বিশিষ্ট নেতা ছিল সুখদল সিং ৷ খালিস্তানি জঙ্গির মৃত্যুর জেরে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে উত্তাপ বেড়েছে । সোশাল মিডিয়ায় পোস্ট করে তার মৃত্যুর দায় নিল লরেন্স বিষ্ণোই ৷
সুখা দুনেকে, পঞ্জাবের মোগার বাসিন্দা ‘ক্যাটাগরি এ’ গ্যাংস্টার ৷ 2017 সাল থেকে জাল পাসপোর্টে কানাডায় বসবাস করছিল ৷ সুখা দুনেকে দীর্ঘদিন ধরেই কানাডা-ভিত্তিক কুখ্যাত গ্যাংস্টার আরশদীপ সিং ওরফে আরশ দালার গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল ৷ বুধবার এনআইএ যে 43 জন কুখ্যাত গ্যাংস্টারের তালিকা প্রকাশ করেছে, তাতে নাম ছিল সুখা দুনেকের ৷ এই তালিকা প্রকাশের ঠিক একদিন পরেই সুখা দুনেকে’কে নির্মমভাবে হত্যা করা হয় ।