বেঙ্গালুরু, 23 অক্টোবর:মহাকাশে মানুষ পাঠাতে চায় ভারত ৷ মিশন গগনযানতারই প্রস্তুতি ৷ শনিবার সকাল 10টায় শ্রীহরিকোটা থেকে টিভি-ডি1 টেস্ট ভেহিকলের পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ৷ এদিনের উৎক্ষেপণ সফল হয়েছে ৷ রবিবার এই গগনযান টিভি-ডি1-এর যাত্রাপথের ভিডিয়োটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছে ইসরো ৷
এই পরীক্ষাটি গুরুত্বপূর্ণ, কারণ চিন, রাশিয়া এবং আমেরিকার পর চতুর্থ দেশ হিসাবে ভারতও মহাকাশে ভারতীয় মহাকাশচারী পাঠাতে পারবে ৷ শনিবার প্রথম দিকে 3 বার উৎক্ষেপণের সময় পিছিয়ে যায় ৷ ইঞ্জিনে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে সকাল 8.45 মিনিটে উৎক্ষেপণ স্থগিত রাখা হয় ৷ তবে এর পরে সকাল 10টায় টিভি-ডি1 ভেহিকলের উৎক্ষেপণ সফল হয় ৷
এই ভেহিকলটি একটি সিঙ্গল-স্টেজ লিকুইড রকেট ৷ এর মধ্যে ক্রিউ মডিউল বা সিএম এবং ক্রিউ এসকেপ সিস্টেমস বা সিইএস পেলোড ছিল ৷ উৎক্ষেপণের পর টেস্ট ভেহিলকটি থেকে ক্রিউ মডিউল বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এরপর প্যারাশুটে এই মডিউলকে বয়ে নিয়ে যায় এবং পরবর্তী ধাপে সেটি বঙ্গোপসাগরে পড়ে ৷ ভারতীয় নৌবাহিনী ক্রিউ মডিউলটি উদ্ধার করে ৷