নয়াদিল্লি, 3 নভেম্বর :ইজ়রায়েলে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি (Most Popular Man In Israel) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷ বললেন সে দেশের প্রধানমন্ত্রী (Israel PM) নাফতালি বেনেটের ৷ গ্লাসগোয় পরিবেশ সংক্রান্ত শীর্ষ সম্মেলন সিওপি26 (COP26)-এর ব্যস্ত সূচির ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন দুই প্রধানমন্ত্রী ৷ মোদির প্রশংসায় পঞ্চমুখ বেনেট রসিকতা করে ভারতীয় প্রধানমন্ত্রীকে বললেন, "আমার দলে যোগ দিন (Join My Party)৷" যা শুনে হাসি চেপে রাখতে পারেননি নমো ৷
মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ ও বৈঠকের অংশবিশেষের ভিডিয়ো নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "সিওপি26-এ নরেন্দ্র মোদির সঙ্গে দারুণ বৈঠক হল ৷ নরেন্দ্র, আমাদের দুই দেশের মধ্য়ে বন্ধনকে সুদৃঢ় করায় ঐতিহাসিক ভূমিকা নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই ৷ আমরা একসঙ্গে মিলে ভারত-ইজ়রায়েল সম্পর্ককে একটা নয়া স্তরে নিয়ে যেতে পারি এবং আমাদের দেশের আরও ভাল ও উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারি ৷"
সিওপি26-এর ফাঁকে প্রথমবার একে-অপরের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত ও ইজ়রায়েলের প্রধানমন্ত্রী ৷ দু দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে পর্যালোচনা করেন তাঁরা ৷ পারস্পরিক সমঝোতার মাধ্যমে সেই সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়ে সবিস্তার আলোচনা হয় দু'জনের মধ্য়ে ৷ উচ্চ প্রযুক্তি ও সৃজনশীলতায় জোর দিয়েছেন বেনেট ও মোদি ৷
আরও পড়ুন:By-polls Result : দেশের একাধিক রাজ্যে লোকসভা ও বিধানসভার উপনির্বাচনে শোচনীয় ফল গেরুয়া শিবিরের