পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Ajay Bhatnagar: সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত অজয় ভাটনাগর - সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর

সিবিআইয়ের স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন অজয় ভাটনাগর ৷ তিনি এতদিন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর পদে ছিলেন ৷

CBI Special Director
CBI Special Director

By

Published : Jun 28, 2023, 12:45 PM IST

নয়াদিল্লি, 28 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্পেশাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন সিনিয়র আইপিএস অফিসার অজয় ভাটনাগর ৷ কর্মিবর্গ মন্ত্রকের নির্দেশ অনুসারে আজ সিবিআই-এর স্পেশাল ডিরেক্টরের দায়িত্ব তুলে দেওয়া হল অজয় ভাটনাগরের কাঁধে ৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পরিচালনা করার ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা এবং দক্ষতার কারণেই শীর্ষ এই পদে বসানো হয়েছে এই আইপিএস অফিসারকে ৷

অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন ভাটনাগর: ঝাড়খণ্ড ক্যাডারের 1989 ব্যাচের আইপিএস অফিসার ভাটনাগর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাডিশনাল ডিরেক্টর ছিলেন । 2024 সালের 20 নভেম্বর তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার তারিখ পর্যন্ত তিনি এই পদে থাকবেন বলে জানানো হয়েছে ৷

অনুরাগের পদোন্নতি: সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর অনুরাগ এখন এজেন্সিতে অ্যাডিশনাল ডিরেক্টরের দায়িত্ব সামলাবেন ৷ কর্মিবর্গ মন্ত্রকের নির্দেশে বলা হয়েছে, তাঁকে 2023 সালের 24 জুলাই পর্যন্ত সময়কালের জন্য অর্থাৎ তাঁর সাত বছরের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ওই পদে নিয়োগ করা হয়েছে ৷

অ্যাডিশনাল ডিরেক্টর পদে মনোজ শশীধর: গুজরাত ক্যাডারের 1994 ব্যাচের আইপিএস অফিসার মনোজ শশীধরকেও তিন বছরের জন্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনে অ্যাডিশনাল ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে । বর্তমানে তিনি তদন্ত সংস্থার জয়েন্ট ডিরেক্টর ।

আরও পড়ুন:তথ্যের সঙ্গে বয়ানে মিল নেই, শিক্ষা সচিবকে ফের জেরা করতে চায় সিবিআই

শরদ আগরওয়ালের পদের মেয়াদবৃদ্ধি: মন্ত্রিসভার নিয়োগ কমিটি সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর শারদ আগরওয়ালের ডেপুটেশনের মেয়াদ 2023 সালের 31 মে-র পরে এক বছরের জন্য অর্থাৎ 2023 সালের 1 জুন থেকে 2024 সালের 31 মে পর্যন্ত (মোট আট বছর) বৃদ্ধিতে অনুমোদন দেওয়া হয়েছে ।

রাজ্যে এসেছিলেন ভাটনাগর: উল্লেখ্য, রাজ্যে নিয়োগ দুর্নীতি থেকে কয়লা পাচার ও গরু পাচার-সহ একাধিক মামলার তদন্তে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গত এপ্রিল মাসে এমনই বিভিন্ন তদন্তের গতিপ্রকৃতি খতিয়ে দেখতে রাজ্যে এসেছিলেন অজয় ভাটনাগর ৷ তখন তিনি সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর ৷ বিভিন্ন মামলার তদন্ত প্রক্রিয়া কীভাবে এগোচ্ছে, আর কী কী কৌশল নিলে তদন্তে সাফল্য আসতে পারে, এমনই নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠকর করেন অজয় ভাটনাগর ৷

ABOUT THE AUTHOR

...view details