পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India US Partnership: পরমাণু শক্তিক্ষেত্রকে চাঙ্গা করতে কোমর বাঁধছে ভারত-আমেরিকা

ফের একজোট হয়ে কাজ করার কথা ভাবতে শুরু করেছে ভারত ও আমেরিকা (India US Partnership) ৷ অসামরিক ক্ষেত্রে পরমাণু শক্তি উৎপাদন ও তার ব্যবহার (Practical Cooperation in Civil Nuclear Energy Sector) নিয়ে কার্যকরী সিদ্ধান্ত নিতেই এই উদ্যোগ ৷

India US Partnership reviving for Practical Cooperation in Civil Nuclear Energy Sector
প্রতীকী ছবি

By

Published : Feb 19, 2023, 8:21 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: 15 বছর পর কি নতুনভাবে কাজ শুরু হবে ? তেমনই ইঙ্গিত দিচ্ছে ভারত ও তার বন্ধু দেশ আমেরিকা ৷ দুই রাষ্ট্রই স্থির করেছে, অসামরিক ক্ষেত্রে পরমাণু শক্তি উৎপাদন ও তার ব্যবহার নিয়ে নতুন করে কাজ শুরু করা হবে ৷ এই কাজ চলবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে (Practical Cooperation in Civil Nuclear Energy Sector) ৷ গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়েছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ৷ যার জেরে বিভিন্ন ধরনের শক্তিসম্পদের জোগান ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে ৷ আগামী দিনে এই জট আরও বাড়ার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল ৷ এই প্রেক্ষাপটে প্রায় 15 বছর আগে সম্পাদিত চুক্তিকে পিছনে ফেলে নতুনভাবে ভাবার চেষ্টা করছে ভারত ও আমেরিকা (India US Partnership) ৷

প্রায় 15 বছর আগে, 2008 সালে অসামরিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছিল ভারত ও আমেরিকা ৷ সেই চুক্তির আওতায় থেকেই এই বিষয়ে নতুন কী কী উপায়ে কাজ শুরু করা যায়, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ৷ গত 16 এবং 17 ফেব্রুয়ারি দিল্লিতে একটি বৈঠক করেন মার্কিন শক্তি সম্পদ দফতরের অ্য়াসিসট্য়ান্ট সেক্রেটারি অফ স্টেট জিওফেরি আর পিয়াট ৷ তিনি 2008 সালের চুক্তি ধরে দুই দেশের মধ্য়ে বাণিজ্যিক সম্ভাবনাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ৷

আরও পড়ুন:2035 সালের মধ্যে 1500টি পারমাণবিক অস্ত্র থাকতে পারে চিনের কাছে, দাবি পেন্টাগনের রিপোর্টে

পরবর্তীতে সংবাদ সংস্থা পিটিআইকে একান্ত সাক্ষাৎকার দেন জিওফেরি ৷ সেই সাক্ষাৎকারে তিনি জানান, ভারত আমেরিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ সঙ্গী ৷ ইউক্রেনের উপর নৃশংস আক্রমণ চালিয়েছে রাশিয়া ৷ আর তার জেরেই বিশ্বজুড়ে শক্তিসম্পদের জোগান ও সরবরাহে সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে ৷ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি নিয়ে আগামী দিনে চরম অনিশ্চয়তা তৈরি হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল ৷ এই অবস্থায় ভারত ও আমেরিকাকে একজোট হয়ে সমাধানসূত্র খুঁজতে হবে বলে মনে করেন মার্কিন প্রতিনিধি ৷

এই প্রসঙ্গে জিওফেরি বলেন, "অসামরিক ক্ষেত্রে পরমাণু শক্তির ব্যবহার নিয়ে ভারত ও আমেরিকা একসঙ্গে কী কী কাজ করতে পারে, তা নির্ধারণ করার বিষয়টি আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ৷ আমরা যদি কোনও সমস্য়ার মুখোমুখি হয়ে আটকে যাই, তাহলে আমাদের সেগুলি থেকে পরিত্রাণ পেতে একযোগে কাজ করতে হবে ৷ না হলে আমাদের দায়িত্ববোধ নিয়েই প্রশ্ন উঠবে ৷"

ABOUT THE AUTHOR

...view details