নয়াদিল্লি, 29 ডিসেম্বর : বেশ কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে 9 হাজার 195 জন করোনা সংক্রামিত হয়েছেন (India reports 9195 new COVID19 cases in the last 24 hours) ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 6 হাজার 358 ৷ এ নিয়ে দেশে 3 কোটি 48 লক্ষ 08 হাজার 886 জন করোনা সংক্রামিত হলেন ৷
বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 7 হাজার 347 জন করোনা সংক্রামিত সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 6 হাজার 450 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে 3 কোটি 42 লক্ষ 51 হাজার 292 জন করোনা আক্রান্ত রোগী সেরে উঠেছেন ৷
আরও পড়ুন : Omicron Risk in Gangasagar Mela : ওমিক্রন সংক্রমণে অনুঘটক হতে পারে গঙ্গাসাগর মেলা, আশঙ্কা বিশেষজ্ঞদের