নয়াদিল্লি, 30 জুন:একলাফে অনেকটাই বাড়ল করোনার দৈনিক সংক্রমণ ৷ বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 18 হাজার 819 জন ৷ যা গত 130 দিনে সর্বোচ্চ ৷ আগের দিনের রিপোর্টে সংখ্যাটা ছিল 14 হাজার 506 ৷ (India reports 18,819 fresh Covid cases in the last 24 hours) । দেশে করোনা রোগীর সংখ্যা পৌঁছল 4 কোটি 34 লক্ষ 52 হাজার 164 জনে ৷
দৈনিক সংক্রমণের হার 3.35 শতাংশ থেকে বেড়ে 4.16 শতাংশে (Daily Positivity Rate) পৌঁছেছে । সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) 1 লক্ষ 4 হাজার 555, যা মোট সংক্রমণের 0.24 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে 39 জনের মৃত্যু হয়েছে ৷ আগের দিন 30 জন করোনা রোগী মারা গিয়েছিলেন ৷ এ নিয়ে দেশে মোট 5 লক্ষ 25 হাজার 116 জনের করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হল ৷