পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India: দৈনিক সংক্রমণ কমে 16 হাজারে, কমল মৃত্যুও - দেশের করোনা পরিস্থিতির আপডেট

সামান্য স্বস্তি দিয়ে দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ(Corona Update in India)৷ একদিনে প্রায় 2 হাজার কমে সংক্রমণ পৌঁছল 16 হাজারে ৷ তবে গতদিনের তুলনায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার ৷

corona in india
দেশের করোনা আপডেট

By

Published : Jul 11, 2022, 10:12 AM IST

নয়াদিল্লি, 11 জুলাই: দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 16 হাজার 678 জন (India Reports 16678 fresh COVID 19 cases in last 24 hours)৷ গতদিন যে সংখ্যাটা ছিল 18 হাজার 257 জন ৷ গতকালের তুলনায় বেশ কিছুটা কমেছে দৈনিক করোনা সংক্রমণ ৷

সোমবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে দৈনিক সংক্রমণের হার(Daily Positivity Rate)বেড়ে 5.99 শতাংশ ৷ আগের দিন যা ছিল 4.22 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (Active Cases) 1 লক্ষ 30 হাজার 713, যা মোট সংক্রমণের 0.30 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 26 জন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 42 ৷

এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে 5 লক্ষ 25 হাজার 454 জনের ৷ সুস্থ হয়েছেন 14 হাজার 629 জন ৷ সুস্থতার হার 98.50 শতাংশ ৷ অতিমারির প্রভাব কাটিয়ে দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 4 কোটি 29 লক্ষ 83 হাজার 162 জন ৷ 198 কোটি 88 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccination) দেওয়া হয়েছে দেশবাসীকে ৷

আরও পড়ুন :রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণের হার, একদিনে মৃত্যু 4 জনের

ABOUT THE AUTHOR

...view details