পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Corona Update in India: করোনা সংক্রমণ ফের 16 হাজারের বেশি, ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও - করোনায় আক্রান্ত

করোনা সংক্রমণ বাড়ছে, কমছে ৷ তবে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের চেয়ে পরিস্থিতিটা অন্যরকম ৷ হাসপাতালে ভর্তির সংখ্যা অথবা মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ

By

Published : Jul 6, 2022, 9:41 AM IST

নয়াদিল্লি, 6 জুলাই: ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 16 হাজার 159 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷ মঙ্গলবারের রিপোর্টে ছিল 13 হাজার 86 জন ৷ সোমবার প্রকাশিত বুলেটিনে সংখ্যাটা ছিল 16 হাজার 135 (India Reports 16,159 fresh COVID 19 cases in last 24 hours) ৷

তবে ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যা (Active Cases) ৷ বুধবার প্রকাশিত রিপোর্টে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 15 হাজার 212, যা মোট সংক্রমণের 0.26 শতাংশ ৷ আগের দিন ছিল 1 লক্ষ 14 হাজার 475 ৷ গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন 28 জন, তাই সামান্য বেড়েছে মৃতের সংখ্যা ৷ আগের দিন 19 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে এ পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 270 জন করোনা রোগীর মৃত্যু হল ৷

আরও পড়ুন:রাজ্যে একদিনে করোনা আক্রান্ত প্রায় 2 হাজার, মৃত আরও 3

বুধবারের রিপোর্ট অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার (daily positivity rate) 2.90 শতাংশ থেকে বেড়ে 3.56 শতাংশে পৌঁছেছ ৷

করোনা থেকে আরও বেশি মানুষ সুস্থ হয়েছেন ৷ গত 24 ঘণ্টায় 15 হাজার 394 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ গতকালের রিপোর্টে তা প্রায় সাড়ে 12 হাজার ছিল ৷ সুস্থতার হার 98.53 শতাংশ ৷ এখনও পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট 4 কোটি 29 লক্ষ 7 হাজার 327 জন ৷

দেশে এখনও পর্যন্ত 198 কোটি 20 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ (Covid 19 Vaccine) দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details