নয়া দিল্লি, 28 অক্টোবর : বেশ কিছুটা বাড়ল করোনার দৈনিক সংক্রমণ, সঙ্গে মৃত্যুর সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 16 হাজার 156 জন, মারা গিয়েছেন 733 জন, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare) ৷
আজ সকাল 8টায় প্রকাশিত বুলেটিন অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 42 লক্ষ 31 হাজার 809 জন করোনা সংক্রামিত হলেন ৷ গত 24 দৈনিক সংক্রমণ 16 হাজারে পৌঁছেছে, তার আগের দিন এই সংখ্যাটা ছিল 13 হাজার 451 ৷ তাই উৎসবের মরশুমে এক লাফে সংক্রমণ বাড়ল প্রায় 1 হাজার ৷
সক্রিয় (Active Cases) রোগীর সংখ্যা নিম্নমুখী ৷ গত 24 ঘণ্টা পর দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ 60 হাজার 989, যা 243 দিনে সর্বনিম্ন ৷
মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 733 ৷ তার আগের দিন 585 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছিলেন ৷ এ পর্যন্ত দেশে মোট 4 লক্ষ 56 হাজার 386 জন করোনা সংক্রামিত রোগী প্রাণ হারালেন ৷