নয়াদিল্লি, 19 জুন : সামান্য কমল করোনা সংক্রমণ ৷ রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 12 হাজার 899 জন ৷ গতকালের বুলেটিনে সংখ্য়াটা ছিল 13 হাজার 216 ৷ দেশে এ পর্যন্ত 4 কোটি 32 লক্ষ 96 হাজার 692 জন করোনায় আক্রান্ত হলেন (India reports 13216 new cases in the last 24 hours) ৷ দৈনিক করোনা সংক্রমণের হার (daily positivity rate) 2.89 শতাংশে পৌঁছেছে, আগে ছিল 2.73 শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা (Active cases) 72 হাজার 474, যা মোট সংক্রমণের 0.17 শতাংশ ৷
24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 8 হাজার 518 জন, যা গতকালের রিপোর্টের থেকে বেশি ৷ দেশে সুস্থ রোগীর মোট সংখ্যা 4 কোটি 26 লক্ষ 99 হাজার 363 ৷ সুস্থতার হার 98.62 শতাংশ ৷ কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ কোভিড সংক্রমণে মারা গিয়েছেন 15 জন, আগের দিন সংখ্যাটা ছিল 23 ৷ এখনও পর্যন্ত দেশে 5 লক্ষ 24 হাজার 855 জনের করোনায় মৃত্যু হল ৷ দেশে মোট 196 কোটি 14 লক্ষেরও বেশি কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷