নয়াদিল্লি, 13 এপ্রিল:আবারও কি দেশ আছড়ে পড়তে চলেছে করোনার নতুন কোনও ঢেউ ? আশঙ্কা বাড়িয়ে গত 24 ঘণ্টায় করোনার সংক্রমণ 10 হাজার পেরিয়ে গেল ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় 10 হাজার 158 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ গত আট মাসে যা সর্বোচ্চ ৷ বুধবার প্রকাশিত রিপোর্টে সংক্রমিতের সংখ্যাটা ছিল 7 হাজার 830 জন ৷ 24 ঘণ্টার মধ্যে 2 হাজার 300 জনেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন ৷ দৈনিক সংক্রমণের হার 4.42 শতাংশ ৷
কোন রাজ্যে সংক্রমণের সংখ্যা কত ?
শুধুমাত্র কেরলেই 3 হাজার 420 জন করোনায় আক্রান্ত হয়েছে ৷ এরপর দিল্লিতে 1 হাজার 149, মহারাষ্ট্রে 1 হাজার 115, হরিয়ানায় 642 জন, উত্তরপ্রদেশে 442 জন, হিমাচলপ্রদেশে 441 জন, তামিলনাড়ুতে 432 জন, গুজরাতে 397 জন, রাজস্থানে 355 জন, ছত্তিশগড়ে 326 জন, পঞ্জাবে 229 জন, জম্মু-কাশ্মীরে 122 জন, গোয়ায় 121 জন করোনায় সংক্রমিত হয়েছে ৷
স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 19 জনের । মহারাষ্ট্রে 9 জনের, কেরলে 5 জন, গুজরাতে 2 জন, তামিলনাড়ু, দিল্লি ও রাজস্থানে 1 জন করে করোনা রোগীর মৃত্যু হয়েছে ৷ গতকালের রিপোর্টে 21 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন 5 কোটি 31 লক্ষ 35 জন ৷ অ্যাকটিভ অর্থাৎ সক্রিয় রোগীর সংখ্যা আরও বেড়ে হয়েছে 44 হাজার 998 হয়েছে, যা মোট সংক্রমণের 0.10 শতাংশ ৷ গতকালের রিপোর্টে এই সংখ্যাটা ছিল 40 হাজার 215 ৷ করোনা থেকে সেরে উঠেছেন 4কোটি 42 লক্ষ 10 হাজার 127 জন ৷ সুস্থতার হার 98.71 শতাংশ ৷
এর সঙ্গে দেশে চলছে কোভিড-19 ভ্যাকসিনেশন ড্রাইভ ৷ ইতিমধ্যে দিল্লির এইমস কোভিড-19 প্রোটোকল ও করোনা সংক্রমণ পরীক্ষা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে ৷ হাসপাতালের বেশ কয়েকজন কর্মী করোনায় সংক্রমিত হয়েছেন ৷ তারপরই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয় ৷ একটি সূত্রে জানা গিয়েছে শুধু মহারাষ্ট্রেই নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা 1 হাজার ছাড়িয়ে গিয়েছে। দেশে এখনও পর্যন্ত 220 কোটি 66 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: করোনা প্রস্তুতি বুঝে নিতে রাজ্যের 31 হাসপাতালে মক ড্রিল