নয়াদিল্লি, 21 অক্টোবর: কানাডাকে কূটনীতিক প্রত্যাহার করতে বলে ভারত সরকার কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি ৷ শুক্রবার নয়াদিল্লির তরফে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ভারত সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, এমন ধারণা পোষণ করা উচিত নয় ৷ এক্ষেত্রে শুধুমাত্র ভারত ও কানাডার মধ্য়ে দুই দেশে একই সংখ্যার কূটনীতিক রাখার কথা বলা হয়েছে ৷
এর আগে বৃহস্পতিবার কানাডার তরফে জানানো হয়, তাদের 62 কূটনীতিকের মধ্যে 41 জনকে ফেরত পাঠাচ্ছে ভারত ৷ এর ফলে ওই কর্মকর্তাদের রক্ষাকবচ আর থাকবে না ৷ ভারতের এই পদক্ষেপকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসাবে চিহ্নিত করা হয় কানাডার তরফে ।
উল্লেখ্য, কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদীর হত্যা হয় ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এই বিষয়ে ভারতীয় এজেন্টরা জড়িত বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ এই টানাপোড়েনের অংশ হিসেবে নয়াদিল্লির তরফে ভারত থেকে কূটনীতিক কমানোর কথা জানানো হয় ৷ দুই দেশের মধ্যে কূটনীতিকের সংখ্যায় সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত বলেও জানানো হয় ৷ তবে ভারত কখনও কূটনীতিকদের রক্ষাকবচ কেড়ে নেওয়ার বা তাঁদের ভারত ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমা দেয়নি ৷