পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

India-Canada Row: কানাডাকে কূটনীতিক প্রত্যাহার করতে বলে কোনও আন্তর্জাতিক আইন ভাঙা হয়নি, পালটা জবাব ভারতের - Justin Trudeau

India-Canada Diplomatic Spat: নয়াদিল্লিতে কূটনীতিকের সংখ্যা কমাতে কানাডাকে বলেছে ভারত ৷ কানাডার দাবি, এই কাজ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত সরকার ৷ যদি নয়াদিল্লির তরফে কানাডার এই দাবি খারিজ করে দেওয়া হয়েছে ৷

India-Canada Row
India-Canada Row

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 8:00 AM IST

Updated : Oct 21, 2023, 10:39 AM IST

নয়াদিল্লি, 21 অক্টোবর: কানাডাকে কূটনীতিক প্রত্যাহার করতে বলে ভারত সরকার কোনও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি ৷ শুক্রবার নয়াদিল্লির তরফে এই বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়েছে ৷ ভারত সরকারের তরফে জানানো হয়েছে, এই নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে, এমন ধারণা পোষণ করা উচিত নয় ৷ এক্ষেত্রে শুধুমাত্র ভারত ও কানাডার মধ্য়ে দুই দেশে একই সংখ্যার কূটনীতিক রাখার কথা বলা হয়েছে ৷

এর আগে বৃহস্পতিবার কানাডার তরফে জানানো হয়, তাদের 62 কূটনীতিকের মধ্যে 41 জনকে ফেরত পাঠাচ্ছে ভারত ৷ এর ফলে ওই কর্মকর্তাদের রক্ষাকবচ আর থাকবে না ৷ ভারতের এই পদক্ষেপকে জেনেভা কনভেনশনের লঙ্ঘন হিসাবে চিহ্নিত করা হয় কানাডার তরফে ।

উল্লেখ্য, কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদীর হত্যা হয় ৷ সেপ্টেম্বরের মাঝামাঝি এই বিষয়ে ভারতীয় এজেন্টরা জড়িত বলে দাবি করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তার পর থেকে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে ৷ এই টানাপোড়েনের অংশ হিসেবে নয়াদিল্লির তরফে ভারত থেকে কূটনীতিক কমানোর কথা জানানো হয় ৷ দুই দেশের মধ্যে কূটনীতিকের সংখ্যায় সামঞ্জস্য রাখতে এই সিদ্ধান্ত বলেও জানানো হয় ৷ তবে ভারত কখনও কূটনীতিকদের রক্ষাকবচ কেড়ে নেওয়ার বা তাঁদের ভারত ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমা দেয়নি ৷

ভারতের বিদেশমন্ত্রক শুক্রবার এক বিবৃতিতে বলেছে, ‘‘আমরা সমতার বাস্তবায়নকে আন্তর্জাতিক নিয়মের লঙ্ঘন হিসেবে দেখানোর যেকোনও প্রচেষ্টা প্রত্যাখ্যান করছি ।’’ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার কানাডার উদ্বেগের কথা ফের উল্লেখ করেছেন ৷ তাঁর দাবি, ভারত আন্তর্জাতিক আইন এবং কূটনীতির একটি মৌলিক নীতি লঙ্ঘন করছে ৷ এটি এমন একটি বিষয়, যা নিয়ে বিশ্বের সমস্ত দেশের খুব চিন্তিত হওয়া উচিত ।

বিদেশমন্ত্রকের বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতে কানাডার কূটনীতিকদের সংখ্যা বেশি । ভারতের অভ্যন্তরীণ বিষয়ে তাঁদের ক্রমাগত হস্তক্ষেপের প্রেক্ষিতে নয়াদিল্লি ও অটোয়াতে পারস্পরিক কূটনৈতিক উপস্থিতিতে সমতা নিশ্চিত করা জরুরি ৷ অন্যদিকে ভারত ইতিমধ্যে কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদী খুনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ৷

পাশাপাশি একাধিক কড়া পদক্ষেপও করেছে ৷ তার মধ্যে অন্যতম কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া ভারতের তরফে ৷ তাছাড়া সেখানে যে ভারতীয়রা রয়েছেন, তাঁদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ তাছাড়া কানাডার এক শীর্ষ কূটনীতিককে ভারত থেকে বহিষ্কারও করা হয় ৷ যদিও একই পদক্ষেপ কানাডাও করেছিল ৷

আরও পড়ুন:ভারতের থাকা কানাডার নাগরিকদের জন্য ট্রুডোর পরামর্শে বাড়ল কূটনৈতিক জটিলতা

Last Updated : Oct 21, 2023, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details