নয়াদিল্লি, 12 মার্চ: দেশে করোনার সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে ৷ প্রতিদিন কোভিড-19 আক্রান্তের সংখ্যা হাজারের অনেক নীচে নেমেছে ৷ তাও প্রায় চার মাসের ব্যবধানে করোনা আক্রান্তের সংখ্যা আবারও বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্টে রবিবার সকালে বলা হয়েছে গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 524 জন (Covid 19 Update in India) ৷ গত 113 দিনের মধ্যে এটাই সর্বোচ্চ ।
সংক্রমণের সঙ্গে সঙ্গে বেড়েছে মৃতের সংখ্যাও ৷ সকাল 8টা পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা 5 লক্ষ 3 হাজার 781 ৷ আর দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা 4 কোটি 46 লক্ষ 90 হাজার 492 ৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোভিড-19 সুস্থতার হার 98.80 শতাংশ ৷ সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 41 লক্ষ 56 হাজার 093 ৷ মৃত্যুর হার 1.19 শতাংশ ৷ মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, আজ সকাল পর্যন্ত 220 কোটি 64 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (doses of Covid vaccine) ডোজ দেওয়া হয়েছে ৷
এদিকে, গত 22 নভেম্বরের পর তিন মাসের কিছু বেশি সময় পর 11 মার্চ তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স 27 বছর ৷ তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷ তাঁর নাম চিন্তামণি ৷ তিরুচির বাসিন্দা ৷ কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন ৷ তিন দিন আগে গোয়া থেকে তিরুচিতে ফেরেন ৷ তারপরই সেখানে হাসপাতালে ভরতি করা হয় চিন্তামণিকে ৷
তামিলনাড়ুর স্বাস্থ্য দফতরের ডেপুটি ডিরেক্টর ডাঃ এ সুব্রমণি সংবাদসংস্থাকে বলেন, "তিন দিন আগে গোয়া থেকে তিরুচিতে ফেরেন চিন্তামণি ৷ তারপরই অসুস্থ হয়ে পড়েন ৷" তবে তাঁর মধ্যে কোনও কোমর্বিডিটির লক্ষণ দেখা যায়নি বলে জানিয়েছেন চিকিৎসক ৷ মৃতের শরীর থেকে সংগৃহীত নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য স্টেট পাবলিক হেলথ ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে ৷ তবে এর মধ্যে চিন্তামণির পরিবারের সদস্যদের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কোভিড-19 প্রোটোকল মেনে চলার বার্তা দিয়েছেন ৷ সবাইকে মাস্ক ব্যবহার করা, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং ঘন ঘন হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন ৷
আরও পড়ুন: 'পৃথিবী বদলে গেছে...'! প্যানডেমিক ঘোষণার তিন বছর আজ